হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ব পরিপূর্ণ জীবন-বিধান। আল-কুরআনের বিধি-নিষেধসমুহ ও রাসুলের (সা.) আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করে আল্লাহর সন্তোশ অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শান্তি ও সমৃদ্ধি অর্জন করা। ইসলামী অনুশাষনই প্রকৃত শান্তির পথ। কুরআন ও হাদীসের নির্দেশিত প্রতিটি কাজই ইবাদত ও মানুষের আত্মিক ও আধ্যাত্মিক উন্নয়নে প্রভাবক।
ইমাম জাওয়াদ (আ.) বলেন,
مُلاقاةُ الاْخوانِ نَشْرَةٌ، وَتَلْقیحٌ لِلْعَقْلِ وَإنْ كانَ نَزْراً قَلیلاً.
বন্ধুবান্ধব ও (দ্বীনি) ভাইদের সাথে সাক্ষাৎ অন্তরকে পরিশুদ্ধ ও নূরান্বিত করে এবং (সে সাক্ষাৎ যত) অল্প সময়েরই হোক না কেন- তা বুদ্ধি, বোধশক্তি ও কৌশলের বিকাশ ঘটায়।
[আমালিশ শেখ মুফিদ, পৃষ্ঠা- ৩২৮, হাদীস- ১৩]