۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
News ID: 401560
16 اگست 2024 - 09:01
শোক সংগীত
শোক সংগীত

হাওজা / ১৪৪৫ হিজরীর আশুরার দিবসের সন্ধ্যায় শামে গরিবা সম্পর্কে ছোট মেয়েদের পরিবেশিত শোক সংগীত

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গত বছর ১৪৪৫ হিজরীর আশুরার দিবসের সন্ধ্যায় শামে ঘরীবানে ( ১১মুহররমের রাতে ) আমাদের মহল্লার মসজিদে খাতামে ছোট মেয়েদের পরিবেশিত শোক সংগীত: হারামে রোকাইয়া ( ইমাম হুসাইন আলাইহিস সালামের ছোট্ট তিন বছরের শিশু কন্যা রোকাইয়া বিনতুল হুসাইন ) সিরিয়ার দামেশকের বাজারের কাছে বন্দীশালায় পিতা ইমাম হুসাইনের শোকে শাহাদাত সম মৃত্যু বরণ করেন ; আজ দামেশকে তার কবর আহলুল বাইতের (আ) ভক্ত ও প্রেমিকদের মাযার ও যিয়ারত গাহ্ । দামেশকে নিয়ে যাওয়ার পর শিশু রোকাইয়া ইমাম হুসাইনের ( আ ) জন্য অত্যন্ত কাঁদতে থাকেন এবং তাঁর কান্না থামানোই যাচ্ছিল না । বারবার ইমাম হুসাইনকে (আ) চাচ্ছিলেন । যখন তার ছোট্ট হাতে ইমাম হুসাইনের ( আ ) কর্তিত শির দেওয়া হয় তখন তিনি কেঁদে কেঁদে বলছিলেন : মানিল্লাযী আইতামানী ফী সিঘারি সিন্নী অর্থাৎ কে আমাকে আমার এই শৈশবে ইয়াতীম ( অনাথ ) করেছে? - এ কথা বলার রোকাইয়া একদম শান্ত হয়ে যান অর্থাৎ তাঁর আত্মা এ নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পিতা ইমাম হুসাইনের ( আ ) কাছে চলে যায় ।

تبصرہ ارسال

You are replying to: .