۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
ইরাকের প্রখর রোদ ও গরম আরবাইনের জিয়ারতকারীদের গুনাহ পুড়িয়ে দিবে!
ইমাম হোসাইনের (আ.) মাজার শরীফে জিয়ারতকারীরা

হাওজা / ইমাম হুসাইন (আ.)-এর শান ও মান এতটাই উচ্চাসিন যে তাঁর (আ.) জন্য কান্না ও আহাজারি করে কিংবা তাঁর পবিত্র সমাধি জিয়ারতে গিয়ে তীব্র রোদ, বৃষ্টি ও নানাবিধ প্রতিকূলতা ও কষ্ট সহ্য করেও মানুষ নিজের পাপ থেকে মুক্তি পেতে পারেন। 

মহান আল্লাহতালার নিকট ইমাম হুসাইন (আ.)-এর শান ও মান এতটাই উচ্চাসিন যে তাঁর (আ.) জন্য কান্না ও আহাজারি করে কিংবা তাঁর পবিত্র সমাধি জিয়ারতে গিয়ে তীব্র রোদ, বৃষ্টি ও নানাবিধ প্রতিকূলতা ও কষ্ট সহ্য করেও মানুষ নিজের পাপ থেকে মুক্তি পেতে পারেন।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
أَنَّ زَائِرَهُ لَیَخْرُجُ مِنْ رَحْلِهِ فَمَا یَقَعُ فَیْئُهُ عَلَى شَیْ‏ءٍ إِلَّا دَعَا لَهُ، فَإِذَا وَقَعَتِ الشَّمْسُ عَلَیْهِ، أَکَلَتْ ذُنُوبَهُ کَمَا تَأْکُلُ النَّارُ الْحَطَب‏. وَ مَا تُبْقِی الشَّمْسُ عَلَیْهِ مِنْ‏ ذُنُوبِهِ شَیْئاً، فَیَنْصَرِفُ وَ مَا عَلَیْهِ ذَنْب‏.
ইমাম হোসাইন (আ.) এর যিয়ারতকারী যখন যিয়ারতের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয়, তখন তার ছায়া কোনো কিছুর উপর পড়ে না- যতক্ষণ না ঐ জিনিসটি তার জন্য দোয়া করে এবং যখন তার উপর সূর্যের আলো (রোদ) পড়ে- তখন তা তার গুনাহগুলোকে ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়।

[কামিলুয্ যিয়ারত, পৃষ্ঠা- ২৭৯]

মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের পবিত্র আহলে বাইতের (আ.) অনুসরণ, অনুকরণ ও তাদের উৎসর্গ ও শাহাদাত স্মরণে বেশি আহাজারি ও অশ্রুপাত এবং তাদের পবিত্র মাজারসমূহ যিয়ারত করার তাওফিক দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।

تبصرہ ارسال

You are replying to: .