হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমি মোঃ আমিরুল ইসলাম (আমির) কিচক, শিবগঞ্জ, বগুড়া থেকে ২০২৪ এ প্রথমবার ইমাম হুসাইন (আ.) এর স্মরণে কারবালায় উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ।
ইসলামের মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন ইমাম হুসাইন (আ.) কেননা বিভিন্ন চক্রান্তে ইয়াজিদ ইবনে ময়াবিয়া ইসলামের শাসন দায়িত্বে উপনীত হওয়ার পর প্রত্যাশা করে দিন ইসলাম কে মুছে দিতে এই পরিকল্পনা ইমাম হুসাইন (আ.) এর উপলব্ধি হয় এবং নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়ে তার কঠোর প্রতিবাদ করেন এবং ৭২জন সঙ্গী সাথী নিয়ে শাহাদাত বরণ করেন যা মুসলমানদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
আরবাইন অর্থাৎ ইমাম হুসাইন (আ.) এর ৪০শা বিশ্বের সবচেয়ে বড় জনসমাগমস্থল যেখানে প্রতিবছর প্রায় ২০ মিলিয়নের বেশি মানুষ একত্রিত হয় অথচ সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় না তার প্রধান কারণ হচ্ছে কারবালা ও হুসাইন (আ.) সত্য ও সঠিক চেতনা যা বাস্তবায়ন হলে বিশ্বের সবচেয়ে বড় বড় মোল্লাদের আধিপত্য বিস্তার উঠে যাবে। কারবালার চেতনা শুধুমাত্র দিন ইসলামের সাথে সীমাবদ্ধ নয় এটি মানুষের সার্বভৌমত্ব অধিকার ও জুলুম অত্যাচারীদের বিরুদ্ধে কেমন করে প্রতিহত করা হয় তা শিক্ষা দেয়।