হওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নীচে উল্লেখিত হাদিসটি বিভিন্নভাবে বর্ণিন হয়েছে; কখনো মহানবীর (সা.) উদ্ধৃতি দিয়ে, কখনো মাওলা আলীর (আ.) উদ্ধৃতি দিয়ে, আবার কখনো ইমাম হাসান মুজতাবা (আ.)-এর উদ্ধৃতি দিয়ে বর্ণিত হয়েছে। আমি এখানে যে হাদীসটি বর্ণনা করছি, সেটি ইমাম হাসান মুজতবা (আ.)-এর উদ্ধৃতি দিয়ে বর্ণিত হয়েছে।
ইমাম হাসান (আ.)'কে বিষ প্রয়োগের পর যখন তিনি বিষক্রিয়ায় ছটফট করছেন ঠিক তখনই ‘জানাদে’ নামক এক ব্যক্তি ইমাম হাসান (আ.) -এর কাছে উপস্থিত হয়ে বললেন, মাওলা! আমাকে কিছু নসিহত করুন।
হাদীসটির বর্ণনাকারী বলছেন, তখন ভয়ানক বিষে ইমাম হাসান (আ.)-এর চেহারা মোবারক নীল হয়ে গেছে এবং তিনি বিছানায় শুয়ে রক্ত বমি করছেন; মনে হচ্ছে তিনি জীবনের শেষ মুহূর্তগুলো অতিবাহিত করছেন।
ইমাম হাসান (আ.) বললেন,
وَاعْمَلْ لِدُنْیاک کأَنَّک تَعیشُ أبَداً، وَ اعْمَلْ لاِخِرَتِک کأنَّک تَمُؤتُ غداً.
তুমি যখন তোমার দুনিয়ার জন্য কাজ করবে, (তখন) এমনভাবে সে কাজটি করো যেন তুমি কখনো মৃত্যুবরণ করবে না। আর যখন পরকালের জন্য কোনো কাজ করবে তখন এমন ভাবে করো যেন আগামীকাল তুমি আর বেঁচে থাকবে না।
[বিহারুল আনোয়ার, ৪৪ তম খন্ড, ১৩৮ নম্বর পৃষ্ঠা।]
অনুবাদ: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আলী নওয়াজ খান (হাফি.)