۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবীকে (সা.) ৭টি নসিহত
আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবীকে (সা.) ৭টি নসিহত

হাওজা / মহানবী (সা.) কে আল্লাহ তায়ালা সাতটি নসিহত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহানবী (সা.) বলেন, আমার প্রতিপালক আমাকে সাতটি নসিহত করেছেন (যথা:),

اَوصانى رَبّى بِسَبعٍ: اَوصانى بِالاِْخلاصِ فِى السِّرِّ وَ الْعَلانيَةِ وَ اَن اَعْفُوَ عَمَّن ظَلَمَنى و اُعْطىَ مَن حَرَمَنى و اَصِلَ مَنْ قَطَعَنى و اَن يَكونَ صَمْتى فِكْرا وَ نَظَرى عِبَرا.

১. (সকল ক্ষেত্রেই) নিষ্ঠা পূর্ণ নিয়তি তা প্রকাশ্যে হোক
২. আর গোপন অবস্থায় হোক।
৩. আমার প্রতি যে জুলুম করেছে তাকে ক্ষমা করে দেয়া।
৪. যে ব্যক্তি আমাকে (আমার প্রাপ্য থেকে) বঞ্চিত করেছে তাকে দান করা।
৫. যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা।
৬. ও আমার নিরবতা হবে গভীর চিন্তা-ভাবনা সংযুক্ত।
৭. এবং প্রতিটি চাহনি হবে শিক্ষামূলক।

[সূত্র: কানজুল ফাওয়ায়েদ, পৃষ্ঠা- ১৮৪]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকেও তাঁর প্রিয় হাবিব রাসুলুল্লাহ (সা.)-এর চারিত্রিক গুণে গুণান্বিত করুক এবং তাঁর প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।

লেখা: হুজ্জাতুল ইসলাম ও ওয়াল মুসলিমিন জনাব আলী নওয়াজ খান (হাফি.)

تبصرہ ارسال

You are replying to: .