হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি চুক্তিতে কঠোর অবস্থান ধরে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের ফিলাডেলফি করিডর। মিসরের সীমান্তবর্তী এই করিডরের নিয়ন্ত্রণ না পেলে, সেখান থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
গত বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই করিডরকে হামাসের জীবনরেখা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না শুধু এমন নিশ্চয়তা পেলেই স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে ইসরায়েল। সীমান্তবর্তী এই করিডরকে অস্ত্র ও সরবরাহ চোরাচালানের পথ হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনের স্বাধীনতাকামি সংগঠন হামাস। নেতানিয়াহুর দাবি, যারাই গাজা শাসন করুক না কেন, হামাস যেন করিডরটি ব্যবহার করতে না পারে। আর সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
এদিকে, যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময় প্রস্তাব সফল না হওয়ার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছে হামাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ ধরে রাখতে অবিচল থেকে যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করছেন নেতানিয়াহু।