হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটি, ঢাকার পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরী খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় কুমিল্লা বুড়িচং উপজেলার শহর থেকে দূরবর্তী ও দুর্গম অঞ্চলের গ্রামগুলোতে বন্যা দূর্গত মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ইমামিয়া উলামা সোসাইটির প্রতিনিধি দল।
বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির, ঢাকার পক্ষ থেকে সেখানে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব মোজাফফর হোসেন ও জনাব মিরাজুল ইসলাম মুন্সি। তাদের সহযোগিতা করেছেন মুমিন স্বেচ্ছাসেবক ভাইয়েরা।