۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
ইমাম হাসান আসকারী (আ.) এর শাহাদাত
ইমাম হাসান আসকারী (আ.) শাহাদাত দিবস উপলক্ষে গুলশানে যাহরা (সাআ.) ইমাম বাড়ীতে শোক মজলিস

হাওজা / ইমাম হাসান আসকারী (আ.) শাহাদাত দিবস উপলক্ষে গুলশানে যাহরা (সাআ.) ইমাম বাড়ীতে শোক মজলিস

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ৮ ই রবিউল আওয়াল, রাসুলুল্লাহ (সা.)'র বংশধর ও উত্তরসূরী, পবিত্র আহলে বাইতের (আ.) ইমামগনের ১১তম প্রতিনিধি- ইমাম হাসান আসকারী (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগরের নূরনগরের গুলশানে যাহরা (সা.আ.) ইমাম বাড়ীতে শোক মজলিসের আয়োজন করা হয়েছে। এই শোক অনুষ্ঠানে অত্র অঞ্চলের মুমিন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব সাজেদুল ইসলাম খান সাহেব।

এই শোক মজলিসের সার্বিক তত্বাবধানে ছিলেন গুলশানে যাহরা (সা.আ.) ইমাম বাড়ী কর্তৃপক্ষ!

تبصرہ ارسال

You are replying to: .