۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
গাজা ও ইরান সমর্থিত প্রতিরোধ সংগঠনগুলো শত্রুদের রাজনৈতিক ইচ্ছা ভেঙ্গে দেবে: হামাস
হামাসের নতুন পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার

হাওজা / গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠনটির পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার সোমবার এ কথা বলেছেন। যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত সপ্তাহে ‘গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের ‘আর অস্তিত্ব নেই’ মন্তব্য করেন।

ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ‘হামাসের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। আমরা ইরান-সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় এক বছর ধরে যুদ্ধ করে আসছি।’ গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইয়েমেনি মিত্রদের কাছে লেখা এক চিঠিতে ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ‘আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি।’ উল্লেখ্য, তিনি গত মাসে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হন।

গাজা যুদ্ধের ১১ মাসেরও বেশি সময় পরে আঞ্চলিক মিত্র ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতিদের কাছে লেখা এক চিঠিতে সিনওয়ার হুমকি দিয়ে বলেছেন, ‘গাজা এবং এই অঞ্চলের অন্যত্র ইরানের সঙ্গে সম্পৃক্ত প্রতিরোধ সংগঠনগুলো শত্রু পক্ষের রাজনৈতিক ইচ্ছা ভেঙ্গে দেবে।’

تبصرہ ارسال

You are replying to: .