۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
হাসান নাসরুল্লাহর শাহাদতে আয়াতুল্লাহ বশির নাজাফির বার্তা
আয়াতুল্লাহ বশির নাজাফী ও শহিদ হাসান নাসরুল্লাহ

হাওজা / আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ) -এর পক্ষ থেকে হজরত আল্লামা সৈয়দ হাসান নাসরুল্লাহ (কুদ্দেসা সার্রাহ) -এর শাহাদাতে বিবৃতি জারি করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সমগ্র মুসলিম ও শিয়া বিশ্বের মারজা হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ) -এর পক্ষ থেকে হজরত আল্লামা সৈয়দ #হাসান_নাসরুল্লাহ (কুদ্দেসা সার্রাহ) -এর শাহাদাতে প্রদত্ত বিবৃতির অনুবাদ,
তারিখ: 24 রবিউল আউয়াল 1446,
ইং: 28/9/2024,
بسم الله الرحمن الرحيم
قال الله تعالى: (وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ اللّهِ أَمْوَاتاً ‏بَلْ أَحْيَاء عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ * ‏فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللّهُ مِن ‏فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُواْ بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلاَّ ‏خَوْفٌ عَلَيْهِمْ ‏وَلاَ هُمْ يَحْزَنُونَ).‏
মহান আল্লাহ তায়ালার বাণী,
আর যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাঁদেরকে তুমি মৃত মনে করোনা, বরং তাঁরা তাঁদের রবের কাছে জীবিত , তাঁদেরকে রিজিক দেওয়া হয়।
আল্লাহ তাঁদেরকে যে অনুগ্রহ করেছেন,তাতে তাঁরা খুশি। আর তাঁরা উৎফুল্ল হয়, পরবর্তীদের থেকে যারা এখনো মিলিত হয়নি তাঁদের বিষয়ে। এজন্য যে, তাদের কোন ভয় নেই এবং তাঁরা দুঃখিতও হবেনা।
صَدَقَ اللّهُ الْعَلِيُّ الْعَظِيمُ.‏
অত্যন্ত শোক ও দুঃখের সাথে আমরা ইমামে যামানা (আজ্জাল্লাহু ফারাজহুস শারীফ) -এর সমীপে যোদ্ধাদের গৌরব, প্রতিরোধীদের নেতা, শহীদ সম্রাট ইমাম হুসাইন আলাইহিস সালামের দৌহিত্র, আল্লামা মুজাহিদ সৈয়দ হাসান নাসারুল্লাহ (কুদ্দেসা সার্রাহ) -এর হৃদয়বিদারক শাহাদাতের খবরের সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা যাহরার (আলাইহাস সালাম) সন্তানের সেবায় শাহাদাতের মোবারক বাদ পেশ করছি, সবসময় এই শাহাদাতের আশা করছিলেন, আর যা বর্তমান যুগের ফেরাউন, আম্বিয়া (আ.) -এর হত্যাকারীদের বংশধরদের থেকে প্রাপ্ত হয়েছে।
এই মহান ব্যক্তিত্ব নিজের পবিত্র পূর্বসূরী, সত্যবাদী গণ, শহীদগণ এবং নীতিবানদের কাফেলায় গিয়ে সামিল হয়েছেন এবং তাঁদের সঙ্গ কতই না মহান এবং ঈর্ষণীয়।
বিশ্বব্যাপী স্বাধীনচেতা মানুষেরা জেনে রাখুন যে, উক্ত মুজাহিদ সৈয়দের রক্ত বিফলে যাবে না। বরং এই রক্ত খোদার হুকুমে বিজয়ের পথ উন্মুক্ত করবে। আল্লাহ তায়ালা এর বরকতে মুসলমানদের কে মহান বিজয় প্রদান করবেন। আমিরুল মোমিনিন আলাইহিস সালাম থেকে বর্ণিত: "তলোয়ারের অবশিষ্টাংশ (রক্ত) অধিক সংখ্যক ও সন্তান সমৃদ্ধ হয়।"
আমরা আমাদের অন্তর কে শক্ত করে এই হৃদয়বিদারক ঘটনাকে খোদার সন্তুষ্টির জন্য কবুল করে নিচ্ছি। আমরা মোমিনিনদের নিকটে দাবি জানাচ্ছি যে, সৈয়দ হাসান নাসারুল্লাহ (কুদ্দেসা সার্রাহ) -এর জীবনী, তাঁর কুরবানী ও তাঁর এই মহান শাহাদাত কে হেদায়েতের আলোকবর্তিকা বানাও। যেমন তিনি সর্বদা নিজের পবিত্র পূর্বসূরী (আলাইহিমুস সালাম) -এর জীবনীর উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহর উপরে ভরসা করুন এবং দ্বীন ও দুনিয়ায় কেবল খোদার দিকে প্রত্যাবর্তন করুন।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি বিশেষ আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং দোয়া প্রার্থনা করছি যে, আল্লাহ তায়ালা তাঁদের ও আমাদের হৃদয়ে এই মহান মুসিবতে ধৈর্য প্রদান করুন। তাঁদের অবস্থান কে সুউচ্চ করুন।
ولا حول ولا قوۃ إلا باللہ العلی العظیم
بشیر حسین النجفی

تبصرہ ارسال

You are replying to: .