হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
مَنْ أَخَذَ لِلْمَظْلومِ مِنَ الظّالِمِ كانَ مَعىَ فِى الْجَنَّةِ تَصاحُبا.
যে ব্যক্তি জালিম ও অত্যাচারীর কাছ থেকে মাজলুমকে মুক্ত করবে (মাজলুমের পাশে দাঁড়াবে, তাকে মুক্ত করার সর্বাত্মক চেষ্টা করবে), সে বেহেশতে আমার সঙ্গী ও প্রতিবেশী হবে।
[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৫, পৃষ্ঠা- ৩৫৯, হাদীস- ৭৪]