হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্সের প্রধান জেনারেল আমির-আলি হাজিজাদেহ বলেছেন, “আমরা শীঘ্রই ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির চেয়ে আরও বেশি কিছু (ভয়ংকর ও কার্যকর) টেবিলে রাখব- যা (যু দ্ধের) সমস্ত সমীকরণ বদলে দেবে।”
তিনি পারমাণবিক প্রযুক্তির চেয়েও শক্তিশালী কিছু বলতে ঠিক কী বুঝিয়েছেন- তা নির্দিষ্ট করে না বললেও গতকাল সেমনান প্রদেশে সামরিক মহড়ার চলাকালীন সময়ে ঐ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।
পরমাণু বোমার চেয়ে অনেকগুণ শক্তিশালী 'হাইড্রোজেন বোমা' পরীক্ষার সময় সাধারণত ভূমিকম্প হয়। ইরানের সেমনান প্রদেশে গতকাল ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প প্রাকৃতিক নাকি হাইড্রোজেন বোমার পরীক্ষণের কারণে সৃষ্ট হয়েছে- তা জানা যায়নি।
হাজিজাদেহ কি তাহলে পারমাণবিক প্রযুক্তির চেয়েও আরও বেশি কিছু বলতে ‘হাইড্রোজেন বোমার ইঙ্গিত করেছেন? সময়ই এর জবাব দিবে।