۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
ইরানের সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানিয়ে ৩ হাজার সুন্নি আলেমের চিঠি
ইরানের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শীর্ষ স্থানীয় আলেম-ওলামাগণের সঙ্গে একান্ত সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতা

হাওজা / ইরানের তিন হাজার সুন্নি আলেম দখলদার ইসরায়েলে 'ট্রু প্রমিজ-২' অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের তিন হাজার সুন্নি আলেম দখলদার ইসরায়েলে 'ট্রু প্রমিজ-২' অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। তারা এই অভিযানের প্রতি অকুণ্ঠ সমর্থনও ব্যক্ত করেছেন।

সর্বোচ্চ নেতাকে সম্বোধন করে লেখা ঐ চিঠিতে বলা হয়েছে, আপনার দৃঢ় ও বিজ্ঞ নেতৃত্বে সম্মানজনক সংযমের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে গত ১ অক্টোবর সন্ধ্যায় দখলকৃত ভূখণ্ডের হৃদপিণ্ডে যে অভিযান পরিচালনা করা হয়েছে তা মুসলিম উম্মাহর ক্ষোভের বহিঃপ্রকাশ। এই অভিযান শহীদদের পরিবারের শোকাহত হৃদয়, অসহায় ফিলিস্তিনি জনগণ ও সমস্ত স্বাধীনচেতা মানুষের মনে আবারও স্বস্তি এনে দিয়েছে এবং পবিত্র আল-কুদস মুক্তির লক্ষ্যে লড়াইরত মানুষেরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে।

যেসব আলেম সর্বোচ্চ নেতার কাছে চিঠি লিখেছেন তাদের মধ্যে ইরানের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃত্ব স্থানীয় আলেম, বিভিন্ন শহর ও এলাকার মসজিদের খতিব, ইমাম ও ওয়াজকারী রয়েছেন। তারা ঐ চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতার গত শুক্রবারের খুতবার প্রশংসা করেছেন। তারা ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র আদর্শের প্রতি নিজেদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।

গত শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বিশ্বের সব মুসলমানকে ফিলিস্তিন ও লেবাননের প্রতি সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি মুসলমানদের মধ্যে ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, মুসলমানদের জন্য কুরআনের নীতি হলো-মুসলিম জাতিগুলোর একে অপরের মধ্যে ঐক্য ও সংহতি থাকতে হবে। তাহলে আল্লাহ মুসলমানদের মর্যাদাবান করবেন, মুসলমানেরা সমস্ত বাধা এবং ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর বিরুদ্ধে জয়ী হবে।

تبصرہ ارسال

You are replying to: .