হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
ইমাম হাদী (আ.) বলেন,
مَن تَواضَعَ فِي الدُّنيا لاخوانِهِ فَهُوَ عِندَ اللَّهِ مِنَ الصَّدِّيقِينَ وَ مِن شِيعَةِ عَلي بن أبي طالب عليه السلام حقاً.
যে ব্যক্তি দুনিয়ায় তার দ্বীনি ভাইদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে নম্র ও বিনয়ী, প্রকৃতপক্ষে সে আল্লাহর নিকট সত্যবাদীদের (সিদ্দিকীন) একজন এবং আলী ইবনে আবু তালিবের (আ.) শিয়াদের (অনুসারী) একজন।
[আন ইহতেজাজ, খন্ড- ১, পৃষ্ঠা- ৪৬০]