হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস কাশফুল গুম্মাহ পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
ইমাম হোসাইন (আ:) বলেন:
صاحِبُ الحاجةِ لَم يُكرِمْ وَجهَهُ عن سُؤالِكَ فَأكرِمْ وَجهَكَ عن رَدِّهِ
মুখাপেক্ষী ব্যক্তি আত্মসম্মানবোধ রক্ষা না করে যখন তোমার কাছে কিছু চাইবে তখন তুমি নিজের আত্মসম্মান রক্ষার্থে তাকে সাহায্য করবে।
(কাশফুল গুম্মাহ, ২/২৪৪)
অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন