۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান
গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

হাওজা / ৬ জানুয়ারি ২০২৪, শনিবার হাওড়ার উলুবেড়িয়া - ১ নং বিডিও -এর মিটিং হলে কবিতা দেশ-এর উদ্যোগে ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত গ্রন্থ প্রকাশ, পুরস্কার প্রদান ও কবিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ৬ জানুয়ারি ২০২৪, শনিবার হাওড়ার উলুবেড়িয়া - ১ নং বিডিও -এর মিটিং হলে কবিতা দেশ-এর উদ্যোগে ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত গ্রন্থ প্রকাশ, পুরস্কার প্রদান ও কবিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি সেখ নুরুল হুদা সম্পাদিত "এই সময়ের শ্রেষ্ঠ কবিতা" গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক। দ্বিতীয় গ্রন্থ লেখক সেখ নুরুল হুদা রচিত "ইসলামি অনুসঙ্গ ভাবনা অনু-ভাবনা" গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উলুবেড়িয়া- ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। মঞ্চে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড.সুরঞ্জন মিদ্দে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমদাদ হোসেন, দ্বীনিয়াত মুয়াল্লিমা কলেজের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী, উলুবেড়িয়া কলেজের অধ্যাপক শাজাহান আলি খান, উলুবেড়িয়া কলেজের অধ্যাপিকা মমতাজ বেগম, বিশিষ্ট সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, বিশিষ্ট সমাজসেবী আজিজুল ইসলাম মোল্লা, বিশিষ্ট সমাজসেবী সেখ মফিজুল প্রমুখ।

এদিনের অনুষ্ঠানে সুলেখা সাহিত্য পত্রিকা প্রদত্ত পুরস্কার প্রদান করা হয়। সাহিত্যে- কাজী নজরুল ইসলাম পুরস্কার প্রদান করা হয় কবি কৃষ্ণা বসু ও সাহিত্যিক সিদ্ধার্থ সিংহকে। কৃষ্ণা বসু অসুস্থ্য থাকার কারণে আসতে পারেন নি। শিক্ষাব্রতে- ড. মহম্মদ শহীদুল্লাহ পুরস্কার প্রদান করা হয় সেখ হায়দার আলী ও খাদেমুল ইসলামকে। খাদেমুল ইসলামের পুরস্কার গ্রহণ করে প্রতিদিন আব্দুল বাসির। সমাজ সেবায় - হাজী মহম্মদ মহসীন পুরস্কার প্রদান করা হয় সেখ সফিকুল আলম ও একরাম আলিকে। নারী সমাজের অগ্রগতিতে - বেগম রোকেয়া পুরস্কার প্রদান করা হয় রহিমা বেগমকে। রহিমা বেগম অসুস্থ্য থাকার কারণে তাই তার সংস্থার সভাপতি পুরস্কার গ্রহণ করে।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিকাশ রায় ও কনকলতা দেবনাথ। কবিতা পাঠ করেন সন্দীপ গায়েন (দক্ষিণ ২৪ পরগণা), মোহ.বাসারাত আলি মল্লিক (হাওড়া), হিন্দোল মিত্র (কলকাতা), গুলশান (হাওড়া), মধুসূদন বাগ (হাওড়া), ইকবাল দরগআই (কলকাতা), রেসমিনা পারভিন (হাওড়া), সফিউল্লাহ নাইয়া (দক্ষিণ ২৪ পরগণা), উত্তর কুমার পাল (মুর্শিদাবাদ), আয়েষা সিদ্দিকা (মুর্শিদাবাদ), দেবব্রত মন্ডল (পূর্ব বর্ধমান), বিকাশ রায় (হাওড়া) । এছাড়া কবিতা পাঠ করেন কৌশিক গৌতম, সেখ গোলাম কুদ্দুস, মহসীন মোল্লা প্রমুখ।

এদিনের অনুষ্ঠানের শুরু হয় সূচনা সঙ্গীতের মাধ্যমে। তারপর অতিথি বরণের পর স্বাগত ভাষণ দেন কবি ও সম্পাদক সেখ নুরুল হুদা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ড.রঞ্জিত দাস।

تبصرہ ارسال

You are replying to: .