হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সহীহ বুখারীতে ইমরান ইবনে হাত্তান খারিজী ও হারীয ইবনে উসমান নাসিবীর মতো হযরত আলী (আ) ও আহলুল বাইত ( আ ) বিদ্বেষী ব্যক্তিদের থেকে হাদীস বর্ণনা করেছেন ইমাম বুখারী ।
অথচ মহানবীর ( সা ) পবিত্র আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের ষষ্ঠ মাসূম ইমাম জাফর সাদিক্ব ( আ ) থেকে একটা হাদীসও তিনি ( ইমাম বুখারী ) বর্ণনা করেন নি। আল্লামা আহমাদ যাহাবী মীযানুল ই'তিদাল গ্রন্থে ( ২য় খণ্ড পৃ : ১৪৩ ) ইমাম জাফার সাদিক্ব (আ) সম্পর্কে লিখেছেন: জাফার ইবনে মুহাম্মাদ ইবনে আলী ইবনুল হুসাইন আল - হাশিমী, আবূ আব্দিল্লাহ স্বনামধন্য একজন ইমাম , পূণ্যবান ( বার্র ) , সত্যবাদী ( সাদিক্ব ) এবং বড় মর্তবা , শান ও মর্যাদার অধিকারী। ইমাম বুখারী হাদীস বর্ণনার ক্ষেত্রে তাঁর মাধ্যমে সনদ পেশ করেন নি ( অর্থাৎ তাঁর থেকে একটি হাদীসও তিনি রেওয়ায়ত করেন নি )
جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ الْهَاشِمِيِّ، أَبُوْ عَبْدِ اللّٰهِ أَحَدُ الْأَئِمَّةِ الْأَعْلَامِ، بَرٌّ صَادِقٌ كَبِيْرُ الشَّأْنِ، لَمْ يَحْتَجَّ بِهِ الْبُخَارِيُّ.
মহানবী ( সা) থেকে সহীহ প্রতিষ্ঠিত হাদীস মোতাবেক আলীকে (আ) যারা ঘৃণা করে তারাই মুনাফিক ; পবিত্র কুরআনের বক্তব্য অনুযায়ী মুনাফিকরা মাল'ঊন ( অভিশপ্ত ) এবং জাহান্নামের সর্ব নিম্নস্তরে তারা থাকবে ।
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا
নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে ( থাকবে ) এবং আপনি তাদের জন্য কখনোই কোনো সাহায্য কারীকে পাবেন না । ( সূরা - ই নিসা [৪] : ১৪৫ )
পবিত্র কুরআনে মুনাফিকদেরকে মহান আল্লাহ লা'নত দিয়েছেন ও অভিশপ্ত করেছেন। তাই তারা মাল'ঊন ( অভিশপ্ত ) :
وَعَدَ اللّهُ الْمُنافِقینَ وَ الْمُنافِقاتِ وَ الْکُفّارَ نارَ جَهَنَّمَ خالِدینَ فیها هِیَ حَسْبُهُمْ وَ لَعَنَهُمُ اللّهُ وَ لَهُمْ عَذابٌ مُقیمٌ»
মহান আল্লাহ মুনাফিক নর নারীদেরকে এবং কাফিরদেরকে জাহান্নামের ওয়াদা (প্রতিশ্রুতি) দিয়েছেন যেখানে তারা চিরকাল থাকবে ; সেটাই ( জাহান্নাম বাসস্থান হিসেবে ) তাদের জন্য যথেষ্ট এবং মহান আল্লাহ তাদের অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব ( শাস্তি ) ( সূরা – ই তওবা: ৬৮ ) ।
অথচ ইমাম বুখারী আলী বিদ্বেষী , আলীকে ঘৃণাকারী ও আলীর প্রতি শত্রুতা প্রদর্শনকারী খারিজী ও নাসিবী ( উমাইয়াপন্থী ) মুনাফিক রাবীদের থেকে হাদীস বর্ণনা করেছেন এ যুক্তি দেখিয়ে যে এ সব খারিজী নাসিবী নাকি সিকাহ্ ( ثِقَةٌ বিশ্বস্ত নির্ভরযোগ্য ) ও মুত্তাকী - পরহেযগার যদিও তারা আলীর প্রতি বিদ্বেষ , ঘৃণা ও শত্রুতা প্রদর্শনের কারণে বিদাতপন্থী। ইমাম বুখারীর কাছে প্রশ্ন : কিভাবে আপনি বিদাতপন্থী মুনাফিকদেরকে মুত্তাকী - পরহেযগার ও সিক্বাহ ( ثقة বিশ্বস্ত নির্ভরযোগ্য) বলতে পারলেন ? ইতিমধ্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আলী বিদ্বেষী ও আলীর প্রতি শত্রুতা প্রদর্শনকারীরা মাল'ঊন (مَلْعُوْنٌ অভিশপ্ত ) মুনাফিক যারা জাহান্নামের সর্ব নিম্নস্তরে থাকবে অর্থাৎ নরকের কীট। আর নরকের কীট ও নরকের সর্বনিম্ন স্তরে আযাব ভোগকারী বিদ'আতপন্থী মুনাফিক কখনো মুত্তাকী পরহেযগার ও সিক্বাহ হয় না এবং তা সর্বৈব অসম্ভব । কারণ বিদ'আত ঘৃণ্য জঘন্য পাপ এবং তাকওয়া পরিপন্থী এবং বি'আতপন্থী কখনোই মুত্তাকী - পরহেযগার হতে পারে না । আর এ থেকে প্রমাণিত হয় যে ইমাম বুখারী হচ্ছেন উমাইয়াপন্থী , খারিজীপন্থী ও নাসিবীপন্থী। কেন এ সব মাল'ঊন ( অভিশপ্ত ) মুনাফিক খারিজী নাসিবীকে ইমাম বুখারীর এত পছন্দ ? কেন এ সব নরকের কীট ইমাম বুখারীর প্রিয়পাত্র ( মাহবূব) ? স্বয়ং ইমাম বুখারী ও ইমাম মুসলিম নিজেরাই ইবনে মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন । ইবনে মাসউদ (রা) বলেন : এক ব্যক্তি রাসূলুল্লাহর (সা)
কাছে এসে জিজ্ঞেস করল : ঐ ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা ও অভিমত কী যে এক সম্প্রদায়কে (কওম ) ভালোবেসেছিল এবং সে তাদের অন্তর্ভুক্তও ছিল না ( অর্থাৎ সে তাদের সমসাময়িক ছিল না এবং ঐ সম্প্রদায়ের পরে সে জন্মগ্রহণ করেছিল )? মহানবী ( সা ) বললেন : মানুষ যাকে ভালোবেসেছে তার সাথেই সে আছে বা থাকবে ।
اَلْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ
( অর্থাৎ যে ব্যক্তি নমরূদকে ভালোবাসবে ও পছন্দ করবে সে পরকালে নমরূদের সাথেই থাকবে ; যে ব্যক্তি আবূ জাহলকে ভালোবাসবে পরকালে সে আবূ জাহলের সাথেই একজায়গায় থাকবে । যে ব্যক্তি বেহেশতের যুবকদের নেতা ইমাম হুসাইনকে ( আ ) ভালোবাসবে সে পরকালে ইমাম হুসাইনের সাথেই থাকবে এক স্থানে। যে ব্যক্তি পাপাত্মা ইয়াযীদকে ভালোবাসবে সে পরকালে ইয়াযীদের সাথেই থাকবে !! )
তাব্রানী ভালো ইসনাদ ( পূর্ণাঙ্গ সনদ ) সহকারে একটি হাদীস বর্ণনা করেছেন : " কোন ব্যক্তি যে
কওমকে ( দল , সম্প্রদায় ও গোষ্ঠী) ভালোবাসে কেবল তাদের সাথেই ( মৃত্যুর পর পরকালে ) সে পুনরুত্থিত হবে । " আর আহমাদ ইবনে হাম্বালও এ হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন ।
وَ لَا یُحِبُّ رَجُلٌ قَوْمَاً إِلَّا حُشِرَ مَعَهُمْ .
অতএব আলী বিদ্বেষী মুনাফিক মাল'ঊন (অভিশপ্ত ) খারেজী ও নাসিবীদের মুহববত ও পছন্দ করলে তার পরিণতি কী হবে ?!!
****
ইমাম বুখারী ছিলেন ইরানী বংশোদ্ভূত অর্থাৎ মাজুসী অগ্নিউপাসক ইরানীর বংশধর । তাঁর প্রপিতামহের নাম বার্দেযবাহ্ । ইমাম বুখারীর নাম : আবূ আব্দিল্লাহ মুহাম্মাদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহীম ইবনে বার্দেযবাহ্ আল - বুখারী ( মৃত্যু: ২৫৬ হি. )। সম্ভবত: তার প্রপিতামহ ( বার্দেযবাহ্ ) অথবা তার পিতামহ ( ইব্রাহীম) ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন । আর ইমাম আবু হানিফা যে ইরানী ছিলেন তা সর্বজন বিদিত। এমনকি ইমাম মুসলিমও ইরানী ছিলেন। তাঁর নাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ার্দ্ ইবনে কূশাধ আল - ক্বুশাইরী আন নাইসাবূরী ( নিশাপুরী ) ( ২০৬ - ২৬১হি ) । অতএব ইমাম বুখারী আরব ছিলেন না।