۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
h
ইমাম আলী ইবনে মুহাম্মাদ আন-নাক্বী আল-হাদীর ( আ ) শাহাদাত বার্ষিকী

হাওজা / আজ ৩ রজব মহানবীর (সা) মাসূম আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের দশম মাসূম ইমাম হযরত আলী ইবনে মুহাম্মাদ আন - নাক্বী আল - হাদীর ( আ ) শাহাদাত উপলক্ষে জানাচ্ছি আন্তরিক শোক ও তাসলিয়াত ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আস - সালামু আলাইকা ইয়া আলী ইবনা মুহাম্মাদ আল - হাদী (হে আলী ইবনে মুহাম্মাদ ! আপনার ওপর সালাম)

আজ ৩ রজব মহানবীর (সা) মাসূম আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের দশম মাসূম ইমাম হযরত আলী ইবনে মুহাম্মাদ আন - নাক্বী আল - হাদীর ( আ ) শাহাদাত উপলক্ষে জানাচ্ছি আন্তরিক শোক ও তাসলিয়াত ।

ইমাম হাদী ( আ ) ২১২ হিজরীর ২ রজব জন্মগ্রহণ এবং ২৫৪ হিজরীর ৩ রজব ইরাকের সামাররা নগরীতে ত্রয়োদশ আব্বাসীয় খলিফা মু'তাযযের শাসনামলে যে বিষ তাকে খাওয়ানো হয়েছিল সে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন । তাঁর পবিত্র জানাযা সামাররায় তাঁর বাসভবনে দাফন করা হয় । তাঁর পুত্র মহানবীর ( সা ) মাসূম আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের একাদশ মাসূম ইমাম হযরত হাসান আল - আস্কারী ইমাম হাদীর (আ) জানাযার নামায পড়েন এবং তাঁকে কবরে সমাহিত করেন ।

ইমাম হাদীর (আ) কিছু অমিয় বাণী :

ইমাম হাদী ( আ ) বলেছেন :

অন্যদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ , ঠাট্টা - মস্করা ও রসালো উক্তি করা বোকা ও আহমকদের বিনোদন ও জাহেল ( অজ্ঞ ) দের কাজ ।

ইমাম হাদী ( আ ) বলেছেন :

اَلدُّنْیَا سُوْقٌ رَبِحَ فِیْهَا قَوْمٌ وَ خَسِرَ آخَرُوْنَ

দুনিয়া ( এ পার্থিব জগৎ হচ্ছে ) বাজার সম যেখানে এক দল মানুষ মুনাফা অর্জন করে ও লাভবান হয় এবং অপর একদল হয় ক্ষতিগ্রস্ত। ( দ্র: বিহারুল আনওয়ার , খ : ৭৫ , পৃ :৩৬৬ )

ইমাম হাদী ( আ ) বলেছেন :

হিংসা সকল পূণ্য ধ্বংসকারী , দম্ভ ঘৃণা উদ্রেককারী, উজব( عُجْبٌ : নিজের কাজ কর্মকে বড় মনে করে তাতে সন্তোষ ও আত্মতৃপ্তি প্রকাশ) জ্ঞানার্জনের পথে বাধা ও অন্তরায় এবং তা অবজ্ঞা ( তুচ্ছ - তাচ্ছিল্য ) প্রদর্শনে উদ্বুদ্ধ করে ও অজ্ঞতার দিকে আহ্বানকারী , কার্পণ্য সবচেয়ে নিন্দনীয় চারিত্রিক বৈশিষ্ট্য এবং লোভ হচ্ছে মন্দ ও নিকৃষ্ট স্বভাব ( খাসলত ) । ( দ্র: বিহারুল আনওয়ার , খ : ৬৯ , পৃ : ১৯৯ )

اَلْحَسَدُ مَاحِقُ الحَسَنَاتِ وَالزَّهْوُ جَالِبُ الْمَقْتِ وَ الْعُجْبُ صَارِفٌ عَنْ طَلَبِ الْعِلْمِ ، دَاعٍ إِلَی الْغَمْطِ وَ الْجَهْلِ وَ الْبُخْلُ أَذَمُّ الْأَخْلَاقِ وَ الطَّمَعُ سَجِِیَّةٌ سَیِّئَةٌ .

ইমাম হাদী (আ) বলেছেন :

যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে তাকে ভয় ও সমীহ করা হয় ( তাকে সবাই ভয় ও সমীহ করে ) ; যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য করে তার আনুগত্য করা হয় ( সবাই তার আনুগত্য করে ) ; যে ব্যক্তি স্রষ্টার আনুগত্য করে সে সৃষ্টি কুলের ( মানুষের ) অসন্তোষ ও অসন্তুষ্টির পরোয়া করে না ; যে ব্যক্তি স্রষ্টাকে ক্রুদ্ধ ( ও অসন্তুষ্ট ) করে তার নিশ্চিত থাকা উচিত যে সৃষ্টি কুলের রোষ ও অসন্তোষ তার প্রতি নিবদ্ধ হবে এবং তার ওপরই বর্তাবে ।

( দ্র: বিহারুল আনওয়ার , খ: ৬৮ , পৃ : ১৮২ )

مَنِ اتَّقَی اللٌٰهَ یُتَّقَیٰ ، وَ مَنْ أَطَاعَ اللّٰهَ یُطَاعُ ، وَ مَنْ أَطَاعَ الْخَالِقَ لَمْ یُبَالِ سَخَطَ الْمَخْلُوْقِیْنَ ، وَ مَنْ أَسْخَطَ الْخَالِقَ فَلْیَیْقَنْ أَنْ یَحَلَّ بِِهٖ سَخَطُ الْمَخْلُوْقِیْنَ .

মহান আল্লাহ আমাদেরকে সম্মানিত এই ইমামের অমিয় বাণী ও সীরতের অনুসরণ করার তৌফিক দিন।

تبصرہ ارسال

You are replying to: .