۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান
হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / ইমাম হাদী (আ) থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন : আমি অনেক সময় মহান আল্লাহর দরবারে এ দুআটা করতাম এবং আমি মহান আল্লাহর কাছে চাইতাম যে যে কেউ আমার কবরের সামনে এ দুআ পড়বে মহান আল্লাহ যেন তাকে নিরাশ না করেন ।

অনুবাদ : হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম হাদীর ( আ ) দুআ যা তিনি সবসময় করতেন : ইমাম হাদী (আ) থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন : আমি অনেক সময় মহান আল্লাহর দরবারে এ দুআটা করতাম এবং আমি মহান আল্লাহর কাছে চাইতাম যে যে কেউ আমার কবরের সামনে এ দুআ পড়বে মহান আল্লাহ যেন তাকে নিরাশ না করেন ।

আর উক্ত দুআটি হচ্ছে নিম্নরূপ :

« يَا عُدَّتِي عِنْدَ الْعُدَدِ، وَ يَا رَجَائِي وَ الْمُعْتَمَدُ، وَ يَا كَهْفِي وَ السِّنْدُ، وَ يَا وَاحِدُ يَا أَحَدُ، وَ يَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، أَسْأَلُكَ اللَّهُمَّ بِحَقِّ مَنْ خَلَقْتَهُ مِنْ خَلْقِكَ، وَ لَمْ تَجْعَلْ فِي خَلْقِكَ مِثْلَهُمْ أَحَداً، صَلِّ عَلَى جَمَاعَتِهِمْ، وَ افْعَلْ بی.... و حاجات خود را بخواهد».

হে আমার সাহায্য কারী সাহায্যের সময়গুলোতে (এবং অভাব ও প্রয়োজন সমূহে )! হে আমার আশা ও নির্ভরতার স্থল ! হে আমার আশ্রয়স্থল এবং দৃঢ় ও মজবুত অবলম্বন ( সনদ ) ! হে এক ও অদ্বিতীয় (মহান ) সত্তা ! হে সূরা-ই ইখলাস বা তৌহীদে নিজেকে এভাবে বর্ণনাকারী : " আপনি বলে দিন , তিনিই এক অদ্বিতীয় আল্লাহ .... " ! আপনার কাছে হে আল্লাহ! প্রার্থনা করছি আপনার ঐ সকল মহান সৃষ্টির ওয়াসীলায় যাদের সমকক্ষ আপনি আপনার সৃষ্টি কুলের মধ্য থেকে আর কাউকেই করেন নি ; তাঁদের সবার ওপর আপনি দরূদ ও সালাত প্রেরণ করুন এবং আমার অমুক অমুক অভাব , মনস্কামনা , প্রয়োজন ও হাজত পূর্ণ করে দিন (এর পর নিজের হাজত ও অভাব পূরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে ) ।

( দ্র : শেখ তূসী সংকলিত আমালী , পৃ : ২৮০ এবং শেখ আব্বাস কোম্মী প্রণীত আনওয়ারুল বাহীয়াহ্ , পৃ : ৪৭০ )

تبصرہ ارسال

You are replying to: .