হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "কাশ্ফুল-গুম্মা" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাজ্জাদ (আ:) বলেছেন:
عَجِبْتُ لِمَنْ يَحْتَمى مِنَ الطَّعامِ لِمَضَرَّتِهِ وَلايَحْتَمى مِنَ الذَّنْبِ لَمِعَرَّتَهِ
আমি এমন একজনকে নিয়ে অবাক হই যে খাবার পরিহার করে যাতে এর ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু পাপ থেকে বিরত থাকে না, যাতে এর অপমানে আক্রান্ত না হয়।
(কাশ্ফুল-গুম্মা, খন্ড ২, পৃ. ১০৭)