۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
সংগ্রহ , অনুবাদ ও বিশ্লেষণ : মুহাম্মদ মুনীর হুসাইন খান   হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রথম পর্ব :  আন্তর্জাতিক অস্ত্র যোগানদাতা ও সরবরাহকারী দেশ হিসেবে ইরানের অভ্যুদয় মাযুরা ( মার্কিন যুক্তরা
সংগ্রহ , অনুবাদ ও বিশ্লেষণ : মুহাম্মদ মুনীর হুসাইন খান হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রথম পর্ব : আন্তর্জাতিক অস্ত্র যোগানদাতা ও সরবরাহকারী দেশ হিসেবে ইরানের অভ্যুদয় মাযুরা ( মার্কিন যুক্তরা

হাওজা / আন্তর্জাতিক অস্ত্র যোগানদাতা ও সরবরাহকারী দেশ হিসেবে ইরানের অভ্যুদয় মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র ) ও তার মিত্রদেরকে বিরক্ত, ক্ষুব্ধ , ক্রুদ্ধ ,উদ্বিগ্ন ও হয়রান করে দিচ্ছে।

সংগ্রহ , অনুবাদ ও বিশ্লেষণ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রথম পর্ব :

আন্তর্জাতিক অস্ত্র যোগানদাতা ও সরবরাহকারী দেশ হিসেবে ইরানের অভ্যুদয় মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র ) ও তার মিত্রদেরকে বিরক্ত, ক্ষুব্ধ , ক্রুদ্ধ ,উদ্বিগ্ন ও হয়রান করে দিচ্ছে।

Iran's rise as global arms suppliers vexes US and its allies : Wall Street Journal . 23 hrs ago

Iran's Rise As Global Arms Supplies Worries U.S. - Report - I24NEWS

https://www.i24news.tv/en/news/middle-east/iran-eastern-states/1708076611-iran-s-rise-as-global-arms-supplies-worries-u-s-report

Iran’s Rise as Global Arms Supplier Vexes U.S. and Its Allies - WSJ

https://www.wsj.com/world/irans-rise-as-global-arms-supplier-vexes-u-s-and-its-allies-6f205083

Will Iran supply the world with low-cost weapons? – GIS Reports

https://www.gisreportsonline.com/r/iran-weapons/

What high-tech military equipment can Iran offer world? - Mehr News Agency

https://en.mehrnews.com/news/160562/What-high-tech-military-equipment-can-Iran-offer-world

DoD Shows Iranian Weapons as Proof of Tehran’s Duplicitous Ambitions > Joint Chiefs of Staff > News Display

https://www.jcs.mil/Media/News/News-Display/Article/1397720/dod-shows-iranian-weapons-as-proof-of-tehrans-duplicitous-ambitions/

Product 358: Russia Mesmerized By Iran's 'Cheap & Chirring' Weapons; Tehran Keen To Access Russian Cutting-Edge Tech

https://www.eurasiantimes.com/product-358-russia-mesmerized-by-irans-cheap-tehran-keen-to-access-russian-cutting-edge-tech/

রাশিয়া কর্তৃক ড্রোন ক্রয়ের কারণে ইরানের বিকাশমান অস্ত্র শিল্প দ্রুত উন্নতি লাভ করছে এবং (এ কারণে ) তেহরান মধ্যপ্রাচ্যের মিলিশিয়াদের সমর্থন ( ও পৃষ্ঠপোষকতা দান ) করতে পারছে । ইরানের অস্ত্র শিল্প দ্রুত বর্ধনশীল যা দেশটিকে স্বল্প মূল্যের হাইটেক ( উচ্চ প্রযুক্তির) অস্ত্রের এক বিশাল রফতানি কারক দেশে রূপান্তরিত করছে । উল্লেখ্য যে ইরানী অস্ত্রের খরিদাররা ( ক্রেতারা ) মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র ) ও তার মিত্রদেরকে মধ্যপ্রাচ্য, ইউক্রেন এবং অন্যান্য স্থানে বিরক্ত, ক্ষুব্ধ, চিন্তিত , উদ্বিগ্ন, পেরেশান ও হয়রান করে দিচ্ছে।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র সমূহ তেহরানকে বৈশ্বিক অস্ত্র সরবরাহকারী ও যোগানদাতা হিসেবে আবির্ভূত হওয়ার কারণ হয়েছে। ইউক্রেনে সামরিক লক্ষ্যবস্তু সমূহ এবং বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে রাশিয়া বিশাল বড় প্রভাব ( সাফল্য ) সহকারে ইরানী ড্রোন ব্যবহার করছে । ইত্যবসরে মধ্যপ্রাচ্যের মিলিশিয়ারাও মার্কিন সামরিক বাহিনী , ইসরাইল এবং বৈশ্বিক জাহাজ চলাচল সংক্রান্ত স্বার্থসমূহকে টার্গেট করতে সরবরাহকৃত ইরানী ড্রোন ব্যবহার করছে।

" এ সব প্রযুক্তি রফতানি করে এবং যুদ্ধ ক্ষেত্রে সেগুলোর কার্যকারিতা প্রমাণিত হওয়ার মাধ্যমে , ইরান সম্ভবত অপ্রতিসম যুদ্ধের ( , asymmetric warfare) গতিপ্রকৃতি ও স্বরূপকে চিরতরে পরিবর্তন করে ও পাল্টে দিয়েছে । আর ইরান পূর্বেকার সুবিধা বঞ্চিত বিভিন্ন বেসরকারি গোষ্ঠী , সংঘ , সংস্থা , আন্দোলন ও প্রতিষ্ঠানকে ( nonstate actors ) সম্ভাব্য পন্থায় যথেষ্ট ও পর্যাপ্ত উদ্দেশ্যসাধনকারী সাহায্য , সহায়তা ও সুবিধা প্রদান করছে। " অ্যাডাম রাসেল ( যিনি বেসরকারি গোষ্ঠী , সংঘ ,সংস্থা , আন্দোলন , দল ও প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ব্যবহৃত অস্ত্রের পরীক্ষক মিলিট্যান্ট ওয়ারের একজন গবেষক তিনি ) এ কথা বলেন । " আর ( এর ) প্রভাব , পরিণতি ও ফলাফল সমূহ ....... বিশ্বের প্রধান ও বৃহৎ শক্তিসমূহের জন্য বিপর্যয়কর হতে পারে। "

ইরান ২০২২ এর মার্চ থেকে ২০২৩ এর মার্চ পর্যন্ত প্রায় এক বিলিয়ন ( একশো কোটি) ডলারের অস্ত্র বিক্রি করেছে যা পূর্ববর্তী বছরের চেয়ে তিনগুণ । - এ কথা ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী মাহদী ফারাহী নভেম্বরে বলেছেন। চোরাই পথে অস্ত্র বিক্রিকে উপেক্ষা করলেও ইরান ২০২২ সালে ১২৩ মিলিয়ন ডলার অস্ত্র রফতানি করে বিশ্বের ষড়দশ ( ১৬ তম ) বৃহৎ অস্ত্র রফতানিকারী দেশে পরিণত হয়েছিল। আর ২০১৭ সালে মাত্র ২০ মিলিয়ন ডলার অস্ত্র রপ্তানি করে ইরান সে সময় বিশ্বের ৩৭ তম বৃহৎ অস্ত্র রফতানিকারী দেশের স্থান দখল করেছিল ( স্টকহোম ভিত্তিক আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রদত্ত তথ্য অনুযায়ী ) ।

মাযুরাই( মার্কিন যুক্তরাষ্ট্র) পৃথিবীর সবচেয়ে শীর্ষস্থানীয় অর্থাৎ বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ও যোগানদাতা। বৈদেশিক সামরিক বিক্রয় ব্যবস্থার অধীনে মার্কিন অস্ত্র রফতানি ২০২৩ অর্থ বছরে ৮০•৯ বিলিয়ন ডলারের রেকর্ড করেছে। ইরানের অস্ত্র বিক্রির আওতায় রয়েছে বিভিন্ন অস্ত্র । মার্কিন কর্মকর্তাদের মতানুসারে রাশিয়া যেমন পরিকল্পনা করছে ঠিক তেমনি তেহরানেরও পরিকল্পনা আছে। ( WSJ এর প্রতিবেদন অনুযায়ী )

ইরান সমর্থিত দল ও গোষ্ঠী সমূহ সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে একটি সেতুবন্ধন রচনা করেছে এবং তারা সবাই একটি জোটের ( অ্যালায়েন্স ) মধ্যে পরস্পর জড়িত ও যুক্ত রয়েছে যা তেহরান প্রতিরোধ অক্ষ (Axis of resistance ) বলে থাকে। এই জোটের মধ্যে রয়েছে গাযার হামাস , লেবাননের হিজবুল্লাহর এবং ইয়ামানের হুথিরা।

গাযা সীমান্তে ইসরাইলের নিরাপত্তা বেড়া উড়িয়ে দিতে যে সব বিস্ফোরক সামগ্রী ও প্রকৌশলী জ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সে গুলো এবং যুদ্ধে হামাস যে সব যন্ত্রপাতি ব্যবহার করছে সেগুলো এমন এক সামরিক বুদ্ধমত্তাকে প্রতিফলিত করে যা ইরানের মত রাষ্ট্র অভিনেতার ( State Actor ) পক্ষ থেকে সরবরাহকৃত হতে পারে।

ইরানের অস্ত্র রফতানির উন্মেষ ও বিকাশ এমন এক দেশের রাজস্বের উৎস্য হয়েছে যা নিজের তেল সম্পদ বিক্রি এবং বেশির ভাগ ব্যাংকিং লেনদেন পরিচালনা করার সামর্থ্য নিজেই ব্যাহত করছে !!

" আইআরজিসি ( ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী ) সামরিক বিক্রয় লব্ধ নগদ অর্থের জন্য খুবই আগ্রহী ও অত্যন্ত লালায়িত। " - বললেন সাঈদ গোলকার যিনি চাট্টানুগাস্থ টেনেসি বিশ্ববিদ্যালয়ে ইরানের নিরাপত্তা সার্ভিস সমূহ সংক্রান্ত বিশেষজ্ঞ ( অথরিটি)।

(( সূত্র: ওয়াল স্ট্রইট জার্নাল ( মাযুরা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ) এবং অন্যান্য পশ্চিমা সংবাদ পত্র ও মাধ্যম ))

উপরিউক্ত সংবাদ প্রতিবেদন সংক্রান্ত কিছু আলোচনা :

এটা হচ্ছে ইরানের দ্রুত উন্নয়ন ও বর্ধনশীল সামরিক শিল্প এবং বৈশ্বিক অস্ত্র রফতানি কারক দেশ হিসেবে দেশটির আত্মপ্রকাশ ও অভ্যুদয় সংক্রান্ত ওয়াল স্ট্রিট জার্নাল এবং আরও কিছু পশ্চিমা সংবাদপত্র ও মাধ্যমের প্রতিবেদন । লক্ষ্যণীয় যে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও তার মিত্ররা বৈশ্বিক অস্ত্র সরবরাহকারী ও যোগানদাতা হিসেবে ইরানের অভ্যুদয়ে বিরক্ত , ক্ষুব্ধ , উদ্বিগ্ন ও ভীত সন্ত্রস্ত। কারণ এতে করে যেমন বিশ্বে ইরানের সামরিক , রাজনৈতিক , অর্থনৈতিক , সাংস্কৃতিক ও আদর্শিক প্রভাব - প্রতিপত্তি বাড়বে ঠিক তেমনি পশ্চিমাদের বিশেষ করে মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র ) ও তার চেলাচামুণ্ডাদের অস্ত্র ব্যবসায় ও বাজার এবং তা থেকে থেকে লব্ধ আয় সংকুচিত হয়ে যাবে । কারণ ইরান ২০১৭ সালে মাত্র ২০ মিলিয়ন ডলার অস্ত্র রফতানি করে ৩৩ তম বৃহৎ অস্ত্র রফতানি কারক দেশের স্থান থেকে মাত্র ৫ বছরের মধ্যে অর্থাৎ ২০২২ সালে ১২৩ মিলিয়ন ডলার অস্ত্র রফতানি করে ১৬ তম ( ষোড়শ) বৃহৎ অস্ত্র রফতানি কারক দেশে পরিণত হয়েছে । আর ইরান মার্চ ২০২২ থেকে মার্চ ২০২৩ -এ প্রায় ১ বিলিয়ন ডলার অস্ত্র রফতানি করেছে ; আর ২০২৩ সালের মার্চ থেকে এ বছরের ( ২০২৪ ) মার্চ পর্যন্ত বৈশ্বিক অস্ত্র রফতানি কারক ও যোগানদাতাদের তালিকায় ২০২২ সালের ১৬ তম স্থান থেকে বর্তমানে ইরানের র্্যাংকিং যে কত হয়েছে তা উক্ত প্রতিবেদনে উল্লেখ করা না হলেও কিন্তু সহজেই তা অনুমেয় । প্রথম পর্ব সমাপ্ত

চলবে…..

تبصرہ ارسال

You are replying to: .