۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
শা'বান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত ইমাম রেজা ( আ:) এর উপদেশ সমূহ
শা'বান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত ইমাম রেজা ( আ:) এর উপদেশ সমূহ।

হাওজা / শা'বান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত অষ্টম ইমাম হযরত আলী ইবনে মূসার রিযা ( আ) - এর উপদেশ সমূহ ।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শা'বান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত অষ্টম ইমাম হযরত আলী ইবনে মূসার রিযা ( আ) - এর উপদেশ সমূহ

আবা সালত বলেন:

আমি শা'বান মাসের শেষ জুমায় (শুক্রবার ) ইমাম রিযার ( আ ) খিদমতে উপস্থিত হলে তিনি বললেন:

হে আবা সালত! শা'বান মাসের বেশির ভাগ দিন অতিবাহিত হয়েছে এবং আজ শাবান মাসের শেষ জুমা ( শুক্রবার) । অতএব শাবান মাসের বাকি (অবশিষ্ট) দিন গুলোয় এ মাসের অতীত ও গত হয়ে যাওয়া ( অর্থাৎ বিগত ) দিনগুলোর ইবাদত - বন্দেগীর ক্ষেত্রে যে অবহেলা ও গাফিলতি ( শৈথিল্য প্রদর্শন) করা হয়েছে এবং তোমার জন্য যা গুরুত্বপূর্ণ ( ছিল অথচ তা আঞ্জাম দেও নি ) তা জুবরান ( পূরণ ) করার উদ্যোগ নাও :

১.অধিক অধিক দুআ ( প্রার্থনা) করবে

২. বেশি বেশি ইসতিগফার ( ক্ষমা প্রার্থনা ) করবে

৩. বেশি বেশি পবিত্র কুরআন তিলাওয়াত করবে

৪. মহান আল্লাহর কাছে গুনাহ ও পাপ থেকে তওবা ( অনুশোচনা ও মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তন অর্থাৎ পাপ বর্জন ) করবে যাতে খুলুসিয়াতের

( নিষ্ঠা ) সাথে মহান আল্লাহর মাস অর্থাৎ রমযানে প্রবেশ ( নিষ্ঠা ও ইখলাসের সাথে পবিত্র রমযানের রোযা পালন ) করতে পার ৫. যে আমানত তোমার যিম্মায় আছে তা আদায় করবে

৬. মু'মিনদের প্রতি তোমার মনে যে সব শত্রুতা ও বিদ্বেষ রয়েছে ( অন্তর থেকে ) তা সব দূর ও বের করে দেবে

৭. যে গুনাহ ও পাপে তুমি লিপ্ত রয়েছ তা বর্জন ও পরিহার করে তাক্ওয়া ও পরহেযগারী ( খোদাভীরুতা) অবলম্বন এবং প্রকাশ্যে ও গোপনে ( অর্থাৎ সর্বাবস্থায়) মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ( ভরসা ) করবে

৮. এ মাসের ( অবশিষ্ট) দিনগুলোতে বেশি বেশি এ দুআ পড়বে ও বলবে :

اللَّهُمَّ إِنْ لَمْ تَکُنْ غَفَرْتَ لَنَا فِیمَا مَضَی مِنْ شَعْبَانَ فَاغْفِرْ لَنَا فِیمَا بَقِیَ مِنْهُ...

হে আল্লাহ ! শাবান মাসের যে অংশ বা দিনগুলো গত হয়ে গেছে সেই দিনগুলোয় আপনি যদি আমাকে ক্ষমা করে না থাকেন তাহলে এ মাসের ( শা'বান ) অবশিষ্ট দিন গুলোয় আমাকে ক্ষমা করে দিন ....

(সূত্র : 'উয়ূনু আখবারির রিযা (আ) , খ : ২ , পৃ : ৫১ এবং বিহারুল আনওয়ার , খ : ৯৪ , পৃ : ৭৩)

تبصرہ ارسال

You are replying to: .