হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ থেকে ১৩ - ১৪ বছর আগে মাযুরার চোখ রাঙানি ও পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদনের উন্নত নিউক্লিয়ার ( পারমাণবিক ) ফুয়েল প্রযুক্তি প্রদানের মিথ্যা আশ্বাস দিয়ে ইরানের সাথে গ্যাস চুক্তি চূড়ান্ত করা থেকে ভেড়া ( ভারত ) পিছিয়ে যায় । পাকিস্তানের মতো ভারতেরও তীব্র জ্বালানি সংকট আছে এবং ভারতের জনসংখ্যার এক বিরাট অংশ জ্বালানির কমতি ও চড়া উচ্চ মূল্যের কারণে দুই বেলা ও অনেকে এক বেলা পাক সাক করতে পারে ! ১৩ - ১৪ বছর গত হয়ে যাওয়ার পর মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ভেড়াকে ( ভারত ) এখনও পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক জ্বালানির উন্নত পারমাণবিক প্রযুক্তি দেয় নি । আবার ওদিকে ভেড়ার ( ভারত ) জন্য ইরান থেকে গ্যাস আমদানির প্রক্রিয়াও সম্পন্ন হতে দেয় নি মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) ! অনেকটা মূলা ঝুলিয়ে রাখার মতো পলিসি নিয়েছে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) পাক গরু ( পাকিস্তান : গরু ভোজন করে মাযুরার গাই গরুতে পরিণত হ ওয়ার জন্য ) এবং ভেড়ার ( ভারত : গরু না খেয়ে বরং গোপূজা করে ছাগল ভেড়ায় পরিণত হওয়ার জন্য) ক্ষেত্রে। আর এই দুই দেশ পারমাণবিক বোমা বানিয়েছে ঠিকই কিন্তু এ দুই দেশ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক জ্বালানি প্রযুক্তি আয়ত্ত করে নি যা অনুৎপাদনশীল পারমাণবিক বোমা ও হাতিয়ারের চেয়ে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেশি জরুরি। অথচ ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দিকে না গিয়ে অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ও উৎপাদনশীল পারমাণবিক জ্বালানি উৎপাদন সহ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পর্যায় ও সাইকেল সমূহ সম্পন্ন করে রেখেছে। এখন পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান পারমাণবিক জ্বালানি সহ বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ পারমাণবিক পরিষেবা বিভিন্ন দেশ এমনকি পাকি গরু ও ভেড়াকেও ( ভারত ) দিতে ও বিক্রি করতে পারবে ! কিন্তু মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) ও পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে তার করতে দিচ্ছে না ইরানকে।
সরি পিকিস্তান ও ভারতের গর্দভ সদৃশ নীতি অবস্থানের জন্য ঐ দুই দেশকে গরু ( পাকি ) ও ভেড়া ( ভারত ) বলে আখ্যায়িত করা হল । মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) চোখরাঙানি ও ধমকি ধামকি খেয়ে ভীত হয়ে বিশাল জনসংখ্যার ঐ দুই দেশ নিজেদের জাতীয় স্বার্থ বিরোধী পদক্ষেপ নিলে এবং নিজেদের জনগণকে জ্বালানি দারিদ্র ও অভাবের শিকার করলে ঐ দুই দেশকে গরু ভেড়া বলে অভিহিত করা ছাড়া আর কোনো উপায় আছে কি ?!!!!