মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত মাসূমার ( আ ) শুভ জন্মদিন উপলক্ষে ( ১লা যিলক্বদ )
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হে মাসূমা যেদিন এসেছিলে তুমি কোমে
কোমবাসীরা বরণ করে নিয়েছিল তোমাকে
আনন্দের বান বয়ে গিয়েছিল গোটা কোমে
তোমাকে পেয়ে কোম হয়ে গেল আহলে বাইতের ( আ ) হারাম সেদিন থেকে
মাত্র সতেরো দিন ছিলে তুমি কোমে মেহমান
তারপর বিদায় নিয়ে এ পৃথিবী থেকে
তুমি হয়ে গেলে চিরতরে কোম ও কোমবাসীদের মেযবান
সবাই তাওয়াফরত তোমার মাযারের চারপাশে
আলেম - উলামা , তালাবা - ফুযালা তোমার রওযায়
সবাই বিদ্যার্জনরত তোমার রূহানী ফয়যে আপ্লুত হয়ে
তোমার ইলমী দস্তরখানে ভুখা - ফাঁকা মিসকীন কাঙ্গালের মতো ফুকাহা ও মারজা'গণ জ্ঞানের রিযিক প্রার্থী তোমার কাছে
মহান আল্লাহর অনুমতি ক্রমে তুমি দাও অফুরন্ত জ্ঞানের রিযিক উপযুক্ত প্রার্থীকে
তোমার শুভ জন্মদিনে ( পহেলা যিলক্বদ ) হে ফাতিমা মাসূমা !
কর শাফায়াত মহান খোদার কাছে
আমাদের মতো গুনাহগার ফকীর মিসকীনদের তরে
কারণ তোমার আছে অতি মহান মর্যাদা
বিশ্বস্রষ্টার দরবারে
শব্দার্থ :
মেহমান : অতিথি , মেযবান : অতিথি আপ্যায়ন কারী
হারাম: সংরক্ষিত এলাকা ও প্রাঙ্গণ
তাওয়াফরত: প্রদক্ষিণরত
আলেম - উলামা : আলেমগণ
তালাবা - ফুযালা : শিক্ষার্থী ও বিদগ্ধ পণ্ডিত গণ
তোমার রওযায় : তোমার বাগানে অর্থাৎ তোমার মাযারে
রূহানী ফয়য : আধ্যাত্মিক প্রেরণা ও দয়া
ইলমী দস্তরখান : জ্ঞানের দস্তরখানা
ফুকাহা : ফকীহগণ
মারজা' : ঐ ফকীহ ও মুজতাহিদ যাদের ফতোয়া জনগণ অনুসরণ করে