হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম মুসা কাজিম (আ:) বলেছেন:
طُوبى لِشيعَتِنَا الْمُتَمَسِّكينَ بِحُبِّنا فى غَيْبَةِ قائِمنا اَلثّابِتينَ عَلى مُوالاتِنا وَ الْبَرآئَةِ مِنْ اَعْدآئِنا اُولئِكَ مِنّا وَ نَحْنُ مِنْهُمْ وَ قَدْ رَضُوا بِنا اَئِمَّةً وَ رَضينا بِهِمْ شيعَةً وَ طُوبى لَهُمْ، هُمْ وَ اللّهِ مَعَنا فى دَرَجَتِنا يَوْمَ الْقِيامِةِ
ধন্য আমাদের শিয়ারা যারা আমাদের কাইমের অনুপস্থিতিতে আমাদের ভালোবাসে এবং আমাদের বন্ধুত্ব ও আমাদের শত্রুদের নির্দোষতায় অবিচল থাকে। তারা আমাদের নেতৃত্বে সন্তুষ্ট এবং আমরা তাদেরর শিয়া হতে সন্তুষ্ট ও খুশি। তারা ধন্য, আল্লাহর কসম তারা কিয়ামতের দিন আমাদের সাথে থাকবে।
(বিহারুল-আনওয়ার: খণ্ড ৫১, পৃ: ১৫১)