۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
শিয়াদের ভালো ও সঠিক অবস্থা
শিয়াদের ভালো ও সঠিক অবস্থা

হাওজা / ইমাম মুসা কাজিম (আ:) হজরত ওয়ালী আসর (আ:)-এর গাইবাতের সময় শিয়াদের ভালো ও সঠিক অবস্থার দিকে ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম মুসা কাজিম (আ:) বলেছেন:

طُوبى لِشيعَتِنَا الْمُتَمَسِّكينَ بِحُبِّنا فى غَيْبَةِ قائِمنا اَلثّابِتينَ عَلى مُوالاتِنا وَ الْبَرآئَةِ مِنْ اَعْدآئِنا اُولئِكَ مِنّا وَ نَحْنُ مِنْهُمْ وَ قَدْ رَضُوا بِنا اَئِمَّةً وَ رَضينا بِهِمْ شيعَةً وَ طُوبى لَهُمْ، هُمْ وَ اللّه‏ِ مَعَنا فى دَرَجَتِنا يَوْمَ الْقِيامِةِ

ধন্য আমাদের শিয়ারা যারা আমাদের কাইমের অনুপস্থিতিতে আমাদের ভালোবাসে এবং আমাদের বন্ধুত্ব ও আমাদের শত্রুদের নির্দোষতায় অবিচল থাকে। তারা আমাদের নেতৃত্বে সন্তুষ্ট এবং আমরা তাদেরর শিয়া হতে সন্তুষ্ট ও খুশি। তারা ধন্য, আল্লাহর কসম তারা কিয়ামতের দিন আমাদের সাথে থাকবে।

(বিহারুল-আনওয়ার: খণ্ড ৫১, পৃ: ১৫১)

تبصرہ ارسال

You are replying to: .