হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই হাদিসটি "নাহজুল-বালাগাহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম আলী (আ:) বলেছেন:
خَالِطُوا اَلنَّاسَ مُخَالَطَةً إِنْ مِتُّمْ مَعَهَا بَكَوْا عَلَيْكُمْ وَ إِنْ عِشْتُمْ حَنُّوا إِلَيْكُمْ
মানুষের সাথে এমনভাবে মেলামেশা করো যে তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তারা তোমার জন্য কাঁদবে এবং তুমি বেঁচে থাকলে তোমাকে দেখতে চাইবে।
(নাহজুল-বালাগাহ, হিকমাত ১০)