۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
নেপালের নেপালগঞ্জের মাহেন্দ্রাই জাতীয় গ্রন্থাগারের হলরুমে আয়াতুল্লাহ শহীদ ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের শাহাদাত স্মরণে শোক অনুষ্ঠান।
নেপালের নেপালগঞ্জের মাহেন্দ্রাই জাতীয় গ্রন্থাগারের হলরুমে আয়াতুল্লাহ শহীদ ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের শাহাদাত স্মরণে শোক অনুষ্ঠান।

হাওজা / নেপালের নেপালগঞ্জের মাহেন্দ্রাই জাতীয় গ্রন্থাগারের হলরুমে আয়াতুল্লাহ শহীদ ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের শাহাদাত স্মরণে শোক অনুষ্ঠান।

রিপোর্ট: জয়নুল আবেদিন (নেপাল)

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নেপালের নেপালগঞ্জের মাহেন্দ্রাই জাতীয় গ্রন্থাগারের হলরুমে আয়াতুল্লাহ শহীদ ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের শাহাদাত স্মরণে শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম মাওলানা জয়নুল আবেদিন সাহেব কিবলা (মোবাল্লিগ নেপাল)।

অনুষ্ঠান শুরু হবে শনিবার, ২৫ মে, ২০২৪ সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত।

সার্বিক ব্যবস্থাপনা: Active Union Organizetion, Kathmandu, Nepal & Muslim society Nepal.

تبصرہ ارسال

You are replying to: .