۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
ইমাম জাফার আস - সাদিক্ব ( আ )
ইমাম জাফার আস - সাদিক্ব ( আ )

হাওজা / তোমাদের (মধ্যে) সর্বোত্তম ব্যক্তিরা হচ্ছে তোমাদের ( মধ্যকার ) দানশীল উদার ব্যক্তিগণ।

অনুবাদ: হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফার আস - সাদিক্ব ( আ ) :

তোমাদের (মধ্যে) সর্বোত্তম ব্যক্তিরা হচ্ছে তোমাদের ( মধ্যকার ) দানশীল উদার ব্যক্তিগণ এবং তোমাদের ( মধ্যে ) সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা হচ্ছে তোমাদের মধ্যকার কৃপণ অনুদার ব্যক্তিগণ ।

خِیَارُکُمْ سُمَحَاؤُکُمْ وَ شِرَارُکُمْ بُخَلَاؤُکُمْ

দ্র: বিহারুল আনওয়ার , খ : ৭৩ , পৃ : ৩০৭ , হাদীস নং ৩৪ এবং মীযানুল হিকমাহ্ , খ :৩ , পৃ : ১১৩৪

تبصرہ ارسال

You are replying to: .