রিপোর্ট: সৈয়দ জন মহম্মদ জায়দী
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ঈদ একটা খুশীর উৎসব। সকলে মিলে আনন্দের সহিত ঈদ উৎসব পালন করাটায় উত্তম। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মান জানানোই আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ মানেই সম্মানের যোগ্য। মানুষ হিসেবে মানুষ কে সম্মান জানানো কর্তব্য। দেশের আইন কে মান্যতা দেওয়াও আমাদের কর্তব্য।
কুরবানী সম্পর্কে কিছু নিয়মবিধি পালন করা দরকার:
যেমন: মেন রাস্তার ধারে কুরবানী না করা ভালো। এমন জায়গায় কুরবানী করা উচিত যাতে অন্যের সমস্যা না হয়।
কুরবানীর কোনো ফটো বা ভিডিও সোস্যাল মিডিয়াতে পোষ্ট না করা ভালো।
মাংস কাটাকাটির সময় সজাগ থাকবেন অবশিষ্ট মাংসের টুকরো কুকুর বিড়াল নিয়ে না যায়।
কুরবানী করার স্থানে রক্ত ফেলার জন্য গর্ত একটু বেশি ডিপ করবেন।
কুরবানীর শেষে ঐ গর্তে ভালো করে মাটি চাপা দিয়ে ফেনাইল বা ব্লিচিং পাউডার সর্বত্র ছড়িয়ে দেবেন।
দুরদুরান্তে আত্মীয় স্বজন এর বাড়িতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি। কালো প্ল্যাস্টিক পেপারে প্যাকিং করে, মুখ বেধে নিয়ে যাবেন। যাহাতে রক্ত বা মাংসের টুকরো রাস্তায় না পড়ে।
এই সকল বিষয়ের দিকে মোমিনীদের গুরুত্ব দেওয়া জরুরি।
জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধতা কে অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব।
- সকলে ভালো থাকবেন - সুস্থ থাকবেন।