হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "মান লাইহজারুল-ফাকিহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আল্লাহর রসূল (সা:) বলেছেন:
مَنْ ماتَ فی احَدِ الْحَرَمَیْنِ مَکَّةَ وَ الْمَدینَةِ لَمْ یُعْرَضْ وَ لَمْ یُحاسَبْ وَ ماتَ مُهاجِراً الَی اللَّهِ عزَّوَجلّ وَ حُشِرَ یَوْمَ الْقیامَةِ مَعَ اصْحابِ بَدْر
যে ব্যক্তি দুটি হারামের একটিতে (অর্থাৎ মক্কা ও মদীনায়) মৃত্যুবরণ করবে, সে কিয়ামতের দিন নামায়ে আমল ও হিসাব গ্রহণের জন্য উপস্থিত হবে না। আর তার মৃত্যুকে আল্লাহর দিকে হিজরত বলে গণ্য করা হবে এবং তাকে কিয়ামতের দিন বদরের সঙ্গীদের (এবং শহীদদের) সাথে একত্র করা হবে।
(মান লাইহজারুল-ফাকিহ, খণ্ড ২, পৃ: ৫৬৫)