۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
সাইয়্যেদ মাহদি আলীযাদেহ মুসাভি
সাইয়্যেদ মাহদি আলীযাদেহ মুসাভি ও আয়াতুল্লাহ রেজা রামাজানী

হাওজা / অসহায় ও মাজলুম ফিলিস্তিনিদের জন্য বিশ্বের বিবেকবান ও মনুষ্যত্ববোধ সম্পন্ন প্রতিটি হৃদয়ই কাঁদছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অসহায় ও মাজলুম ফিলিস্তিনিদের জন্য বিশ্বের বিবেকবান ও মনুষ্যত্ববোধ সম্পন্ন প্রতিটি হৃদয়ই কাঁদছে। তাদের মৃত্যু প্রতিটি সজাগ হৃদয়কেই ক্ষতবিক্ষত করছে। তাদের খাদ্য ও প্রান যোগ্য পানির হাহাকার প্রত্যেক হৃদয়বান মানুষকে ভাবতে বাধ্য করছে যে, ইশ! যদি তাদের সাহায্য করতে পারতাম! বাংলাদেশের শিয়া মুসলমানরাও তার ব্যতিক্রম নন।

সেই বোধ ও ইচ্ছা থেকেই বাংলাদেশের শিয়া আলেম-উলামাদের নিয়ে সংগঠিত 'ইমামিয়া উলামা কাউন্সিলে'র উদ্যোগে সংখ্যালঘু শিয়াদের পক্ষ থেকে ১২৩৪৮০০ টাকা আর্থিক সহযোগিতা সংগৃহীত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) জানিয়েছে যে, গাজার জনগণের ওপর জায়নবাদী ও শিশু হত্যাকারী ইসরায়েলের নৃশংস হামলায় এ অঞ্চলের মুসলমানরা শহীদ অথবা আহত হয়েছে বা তাদের বাস্তচ্যুত হওয়ার কারণ হয়েছে। বর্তমানে তারা চরম ক্ষুধার্ত ও সংকটপূর্ণ অবস্থায় দিনাতিপাত করছে। চরম সংকটময় এ মুহূর্তে বিশ্বের সকল মুসলমান ও মুক্তিকামীদের পক্ষ থেকে ফিলিস্তিনীর অসহায় জনগণের উদ্দেশে মানবিক সাহায্য প্রেরণ অতীব প্রয়োজনীয় একটি বিষয়।

এরই ধারাবাহিকতায় 'বাংলাদেশ ইমামিয়া উলামা কাউন্সিলে'র উদ্যোগে এদেশের শিয়াদের পক্ষ থেকে ১২৩৪৮০০ (বারো লক্ষ চৌত্রিশ হাজার আটশত) টাকা আর্থিক সহযোগিতা সংগৃহীত হয়েছে।

উক্ত অর্থ ইরানের মহামান্য রাহবারের দপ্তরের আন্তর্জাতিক বিষয়ক বিভাগের বাংলাদেশস্থ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলমীন ‘সাইয়্যেদ মাহদি আলীযাদেহ মুসাভি’ আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব ‘আয়াতুল্লাহ রেজা রামাজানী’র নিকট হস্তান্তর করেছেন।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনের অসহায় জনগণকে সহযোগিতার উদ্দেশ্যে আহলে বাইত (আ.) এর অনুসারীদের থেকে সংগৃহীত অর্থ আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা মারফত ফিলিস্তিনের জনগণের হাতে পৌঁছে দেওয়া হয়।

تبصرہ ارسال

You are replying to: .