۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
এ বছর হজে গিয়ে ৪৪ বাংলাদেশিসহ ১৩০১ জনের মৃত্যু
চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ৪৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

হাওজা / চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ৪৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ৪৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৩৩ জন, মিনায় ৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন।

সোমবার (২৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

প্রিলগ্রিমের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ১৬ জুন সবচেয়ে বেশি আটজন হজযাত্রী মারা যান। ১৭ জুন মারা যান তিনজন, ১৮ জুনও তিনজন, ২০ জুন চারজন ও ২২ জুন তিনজন।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

تبصرہ ارسال

You are replying to: .