۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
ইমাম আলী (আ.)-এর নির্দেশনা
ইমাম আলী (আ.)

হাওজা / নারীরা তোমাদের কাছে আল্লাহর আমানত; অতএব, তাদের কষ্ট দিও না এবং তাদের প্রতি কঠোর ও নির্দয় হয়ো না।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নারীদের সঙ্গে আচার-ব্যবহারের ক্ষেত্রে ইমাম আলী (আ.)-এর নির্দেশনা

আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,

وَ انَّهُنَّ امانَةُ اللَّهِ عِنْدَکمْ فَلا تُضارُّوهُنَّ وَ لا تَعْضِلُوهُنَّ.

তারা (নারীরা) তোমাদের কাছে আল্লাহর আমানত; অতএব, তাদের কষ্ট দিও না এবং তাদের প্রতি কঠোর ও নির্দয় হয়ো না।

[মুসতাদরাকুল ওয়াসায়েল, খন্ড- ১৪, পৃষ্ঠা- ২৫১]

تبصرہ ارسال

You are replying to: .