۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম
ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম

হাওজা / ২০ যিল-হজ পবিত্র আহলে বাইতের (আ.) সপ্তম ইমাম- ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের পবিত্র জন্মদিবস।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম মুসা কাযিম (আ.)-এর নসিহত

ইমাম মুসা কাযিম (আ.) বলেন,

أبْلِغْ خَیرا وَ قُلْ خَیرا وَلاتَكُنْ إمَّعَة.

নিজের নিকটবর্তী ও সহকর্মীদের জন্য সদয় ও কল্যাণকামী মানুষ হও; প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ ও উপকারী কথা বলো এবং নিজেকে উদাসীন, অগুরুত্বপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন হিসেবে উপস্থাপন করো না!

[তুহাফুল উকুল, পৃষ্ঠা- ৩০৪]

রাসুলুল্লাহ (সা.) এর বংশধর ও উত্তরসূরী, পবিত্র আহলে বাইতের (আ.) সপ্তম ইমাম- ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের পবিত্র জন্মদিবসে তাঁর পবিত্র সত্তার প্রতি অগণিত সালাম ও দরুদ পেশ করছি এবং আহলে বাইতের (আ.) সকল মুহিব্বিন ও অনুসারী মু'মিন মুসলমানদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ইদ মোবারক।

تبصرہ ارسال

You are replying to: .