۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
লেবাননের আকাশে মহড়ারত ইসরায়েলি যুদ্ধ বিমান
লেবাননের আকাশে মহড়ারত ইসরায়েলি যুদ্ধ বিমান

হাওজা / ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আজ ভোরে বৈরুতের আকাশে টহল দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী ইসরায়েলের বেশ কিছু যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাম-ভিত্তিক ফিলিস্তিনি নিউজ চ্যানেল- রেসিস্ট্যান্স নিউজ নেটওয়ার্ক বা আরএনএন! সূত্রটি বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আজ (রোববার) ভোরে বৈরুতের আকাশে টহল দিয়েছে। এ সময় ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো প্রচণ্ড শব্দ সৃষ্টি করে এবং অধ্বংসাত্মক অগ্নিবোমা নিক্ষেপ করে বৈরুতের অধিবাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করে।

বৈরুতের আকাশে এমন সময় এ ঘটনা ঘটল যখন ইহুদিবাদী অবৈধ ইসরায়েল লেবাননে হামলার প্রস্তুতি ঘোষণা করেছে! অবৈধ এই রাষ্ট্রটি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পাশাপাশি দক্ষিণ লেবাননেও আগ্রাসন চালিয়ে আসছে। লেবাননের হিজবুল্লাহ ইহুদিবাদীদের বিরুদ্ধে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে তার জবাব দিয়ে যাচ্ছে।

আর এর ফলে গত বছরের অক্টোবর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে কার্যত যুদ্ধে লিপ্ত রয়েছে তেল আবিব। সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী সরকার লেবাননকে ‘আরেকটি গাজায়’ পরিণত করার হুমকি দিয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করে, তারা লেবাননে সর্বাত্মক হামলার বিষয়টি মন্ত্রী সভায় অনুমোদন করেছে। এর জবাবে হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদীরা সর্বাত্মক যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতি ইঞ্চি ভূমিতে হামলা করবে এবং প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর ক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করবে না। সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা চিন্তা করবে তাদেরকে অবশ্যই অনুতপ্ত হতে হবে।

تبصرہ ارسال

You are replying to: .