হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খালিশপুর কাসরে আব্বাস (আ.) ইমাম বাড়িতে ঈদে মোবাহিলার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইবরাহীম খলিল রাজাভী কিবলা।
সভাপতি করেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী কিবলা।
আয়োজনে: আল হাদী আল নাজিব ফাউন্ডেশন।
সার্বিক ব্যবস্থাপনায়: হোসাইনী মিশন ও আঞ্জুমানে কাসরে আব্বাস (আ.) এর সদস্যবৃন্দ।
News ID: 400260
30 جون 2024 - 23:21
- پرنٹ
হাওজা / বাংলাদেশ, খালিশপুর কাসরে আব্বাস (আ.) ইমাম বাড়িতে ঈদে মোবাহিলার মাহফিলের আয়োজন করা হয়।