۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
গাজা সিটি যেন এক লাশের শহর
গাজা সিটি যেন এক লাশের শহর

হাওজা / ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নির্বিচার, বর্বরোচিত ও ক্রমাগত হামলায় লাশের শহরে পরিণত হয়েছে গাজা

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহত হয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। খবর আল জাজিরার।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা সিটির রাস্তা লাশে ভরে গেছে। গাজা সিটির তাল আল-হাওয়া শহরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল এতে নিহত হয়েছে অন্তত ৩০ ফিলিস্তিনি।

তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি ইসরায়েল।

এদিকে সম্প্রতি চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট জানিয়েছে, গাজায় ৯ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা

تبصرہ ارسال

You are replying to: .