۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
বাংলাদেশ
হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী কিবলা

হাওজা / কাসরে আব্বাস (আ.) ইমাম বাড়িতে সৈয়েদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.)এর মজলিসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কাসরে আব্বাস ( আ.) ইমাম বাড়িতে মহরম মাসের ৫ম মজলিস অনুষ্ঠিত হয়। মজলিস বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী কিবলা। হযরত আলী আসগর (আ:) এর স্মরণে ঝুলা সাজানো হয়।

সার্বিক ব্যবস্থাপনা: হোসাইনী মিশন ও আঞ্জুমানে কাসরে আব্বাস (আ.) এর সদস্যবৃন্দ।

تبصرہ ارسال

You are replying to: .