হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট রাসুলুল্লাহ'র (সা.) পবিত্র আহলে বাইতের (আ.)-এর শান, মান ও মাকাম এতটাই উচ্চাসিন যে তাঁদের ফযিলত ও প্রশংসা গাঁথা বর্ণনা করে, তাঁদের খুশিতে খুশি হয়ে এবং তাঁদের দুঃখ-কষ্টে কান্না ও আহাজারি করেও মানুষ মুক্তি পেতে পারেন। জান্নাতে বিশেষ মাকামের অধিকারী হতে পারেন!
ইমাম জয়নুল আবেদিন (সাজ্জাদ (আ.)] বলেন,
أيُّما مُؤمِنٍ دَمِعَت عَيناهُ لِقَتلِ الحُسَينِ عليه السلام حَتّى تَسيلَ عَلى خَدِّهِ، بَوَّأهُ اللّه ُ بِها في الجَنَّةِ غُرَفا يَسكُنُها أحقابا.
ইমাম হোসাইন (আ.)-এর (নির্মম ও হৃদয় বিদারক) শাহাদাতের স্মরণে যে মুমিন ব্যক্তির চোখ বেয়ে অশ্রু ঝরে এবং যতক্ষণে তা তার গাল বেয়ে প্রবাহিত হয়; আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা (ততক্ষণে) বেহেশতের তার জন্য ঘর নির্মাণ করেন, যেখানে সে (ঐ মুমিন ব্যক্তি) চিরকাল থাকবেন।
[সাওয়াবুল আমল, খন্ড- ১, পৃষ্ঠা- ১০৮]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শোকাবহ মহররমের বাকী দিনগুলোতে আমাদের পবিত্র আহলে বাইতের (আ.) বিশেষ করে ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে বেশি বেশি কান্নাকাটি ও আহাজারি করার তাওফিক দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।