۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
ইমাম হুসাইন (আ.) এর শোকে নিমজ্জিত ইরান
ইমাম হুসাইন (আ.) এর শোকে নিমজ্জিত ইরান

হাওজা / আজ ইরানে নয় মহররম উপলক্ষে শোক মিছিল বের করা হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ৯ই মহররম উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ছোট-বড় সকল শহরে সাইয়েদুশ-শোহাদা হযরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর অনুগত সঙ্গীদের জন্য শোক পালন অব্যাহত রয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোট-বড় সব শহরেই হজরত ইমাম হোসাইন (আ.)-এর ভাই ও কারবালার শহীদ হযরত আব্বাস (আ.)-এর শোক মিছিল বের করা হবে।

ইরানের জনগণ সারা দেশের ইমামবারগাহ, মসজিদে বিশেষ করে মাশহাদে হযরত ইমাম রেজা (আ.) এবং কুম শহরে হযরত ফাতিমা মাসুমা (আ.)-এর শোক পালনে নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও ইরাকে আজ ৮ই মহররম এবং এসব দেশেও শোক মিছিল হয়েছে।

হজরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর অনুগত সাথীদের শাহাদাত এবং কারবালার ঘটনার পরও শুধু এ ঘটনার গুরুত্ব কমেনি বরং সময়ের সাথে সাথে আশুরার বাণীর পরিধি বিস্তৃত হচ্ছে। আর সাইয়্যেদুশ-শোহাদা হজরত ইমাম হোসাইন (আ.)-এর মাতমে মানুষের অংশগ্রহণ বাড়ছে।

تبصرہ ارسال

You are replying to: .