হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই হাদিসটি "মাকারিমুল-আখলাক" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন:
أَمَّا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ فَبَكَى عَلَى الْحُسَيْنِ (ع) عِشْرِينَ سَنَةً أَوْ أَرْبَعِينَ وَ مَا وُضِعَ طَعَامٌ بَيْنَ يَدَيْهِ إِلَّا بَكَى حَتَّى قَالَ مَوْلًى لَهُ جُعِلْتُ فِدَاكَ يَا ابْنَ رَسُولِ اللَّهِ إِنِّي أَخَافُ عَلَيْكَ أَنْ تَكُونَ مِنَ الْهَالِكِينَ قَالَ إِنَّما أَشْكُوا بَثِّي وَ حُزْنِي إِلَى اللَّهِ وَ أَعْلَمُ مِنَ اللَّهِ ما لا تَعْلَمُونَ إِنِّي لَمْ أَذْكُرْ مَصْرَعَ بَنِي فَاطِمَةَ إِلَّا خَنَقَتْنِي الْعَبْرَة.
ইমাম জয়নুল-আবিদিন (আ.) তাঁর বাবা হোসাইন (আ.)-এর জন্য বিশ (বা চল্লিশ) বছর ধরে কেঁদেছিলেন এবং যখনই তাঁর সামনে খাবার রাখা হতো তিনি কাঁদতে শুরু করতেন।
এমনকি ইমাম (আ.) এর একজন খাদেম তাকে জিজ্ঞাসা করলেন: হে রাসূলের পুত্র, আমি ভয় পাচ্ছি যে, এত কান্নাকাটির কারণে তুমি কোথাও মারা যাবে।
হযরত ইমাম জয়নুল আবিদীন (আ.) বলেছেন: এভাবেই আমি আমার আল্লাহর কাছে আমার দুঃখ প্রকাশ করছি এবং আমার অন্তরে এমন কিছু আছে যা তুমি জানো না।
ফাতিমা পুত্র (হুসাইন (আ.))-এর হত্যার দৃশ্য যখনিই মনে পড়ে, তখনিই দুঃখ ও ক্রোধের তীব্রতায় আমার গলার দম বন্ধ হয়ে আসে।
(মাকারিমুল-আখলাক, শেখ তাবারসি, পৃ. ৩১৬)