۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
News ID: 400785
20 جولائی 2024 - 12:29
মৃত্যুর প্রস্তুতি
ইমাম জয়নুল আবেদীন (আ.) এর বানী

হাওজা / প্রকৃতপক্ষে মৃত্যুর প্রস্তুতি গ্রহণের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে জীবনের প্রকৃত অর্থ ও সৌন্দর্য!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যারা মৃত্যু নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেন ইসলাম ধর্মে তাদেরকে সর্বাধিক বুদ্ধিমান ও বিচক্ষণ বলে অভিহিত করা হয়েছে। কেননা যে বা যারা মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার বিধিনিষেধ, হালাল ও হারাম মেনে চলেন; ফলত তারা ইহকালেও প্রশান্তিময় জীবনযাপন করেন এবং মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে থাকেন!

মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি সম্পর্কে ইমাম জয়নুল আবেদীন (আ.) বলেন,

انَّما الاِْسْتِعْدادُ لْلِمَوْتِ تَجنُّبُ الْحرامِ وَبَذْلُ النَّدى فى الْخَيْرِ.

প্রকৃতার্থে 'মৃত্যু'র প্রস্তুতি হলো যাবতীয় হারাম কাজ পরিহার করে নেক ও পূণ্যময় কাজে আত্মনিয়োগ করা।

[বিহারুল আনওয়ার, খন্ড- ৪৬, পৃষ্ঠা- ৬৬]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের প্রকৃতার্থে জীবনযাপন পূর্বক মৃত্যুর প্রস্তুতি নেয়ার তাওফিক দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।

تبصرہ ارسال

You are replying to: .