۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
ইমাম জাওয়াদ
ইমাম জাওয়াদ (আ.)

হাওজা / আল্লাহ এতই মহান যে তাঁর নিকট বান্দা যত চায় তত খুশি হোন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সর্বোচ্চ, সর্বাধিক ও অতুলনীয় মহান। তিঁনি এতই মহান যে তাঁর নিকট বান্দা যত চায় তত খুশি হোন। যে ব্যক্তি সফলতা ও সমৃদ্ধির জন্য নিজের চেষ্টা-প্রচেষ্টা পরবর্তী পুরোপুরিভাবে কেবল আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ তার সাহায্যকারী হয়ে যান। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত ভিন্ন কারো সাহায্য ও সহযোগিতা কামনা করে, আল্লাহ তাকে ঐ ব্যক্তির উপরই (যার কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করেছে) ছেড়ে দেন।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ব্যতীত ভিন্ন কারো কাছে সাহায্য ও সহযোগিতা কামনার ভয়াবহ প্রভাব সম্পর্কে ইমাম জাওয়াদ (আ.) বলেন,

مَنِ انْقَطَعَ إِلَى غَيْرِ اللَّهِ وَكَلَهُ اللَّهُ إِلَيْهِ.

যে ব্যক্তি আল্লাহ ব্যতীত ভিন্ন কারো প্রতি রুজু করে (মুখাপেক্ষী হয় ও তার সাহায্য-সহযোগিতা কামনা করে), আল্লাহ তাকে তার উপরই (যার কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করেছে) ছেড়ে দেন।

[বিহারুল আনওয়ার, খণ্ড- ৭৫, পৃষ্ঠা- ৩৬৩]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের কেবল তাঁরই মুখাপেক্ষী করুক এবং কেবল তাঁরই সাহায্য ও সহযোগিতা কামনা করার তাওফিক দান করুক।

تبصرہ ارسال

You are replying to: .