হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "গেরারুল-হাকাম" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম আলী (আ.) বলেছেন:
أَلْعَبْدُ حُرٌّ ما قَنَعَ، أَلْحُرُّ عَبْدٌ ماطَمَعَ
ক্রীতদাস যদি পরিতৃপ্তি হয় তবে সে স্বাধীন, আর স্বাধীন ব্যক্তি যদি লোভ করে, তবে সে দাস (সে যে জিনিসের লোভ করে)।
(গেরারুল-হাকাম খন্ড ১, পৃষ্ঠা ১১৩)