۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
মাহদী
ইমাম মাহদী (আ.ফা.)

হাওজা / ইমাম মাহদীর (আ.ফা.) অপেক্ষাকারী ও অনুসারীরাই হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মানুষেরা কৌতূহল প্রিয়, তারা নানা অজানা বিষয়কে জানতে চায়; তাদের অনেকেই জানতে চায়- আল্লাহর সৃষ্ট সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে কে বা কারা ‘সর্বশ্রেষ্ঠ’! মানুষের এই কৌতূহল মেটাতে আল্লাহর রাসুলের (সা.) উত্তরসূরী ও বংশধর, পবিত্র আহলে বাইতের (আ.) পঞ্চম সদস্য ইমাম জয়নুল আবেদীন (আ.) বলেছেন,

إِنَّ أَهْلَ زَمَانِ غَيْبَتِهِ اَلْقَائِلُونَ بِإِمَامَتِهِ اَلْمُنْتَظِرُونَ لِظُهُورِهِ أَفْضَلُ أَهْلِ كُلِّ زَمَانٍ.

ইমাম মাহদী'র (আ.ফা) গায়বাতের (অনুপস্থিতি) সময়ের মানুষ, যারা তাঁর ইমামতে বিশ্বাসী ছিল এবং তাঁর জহুরের (আবির্ভাব) অপেক্ষায় রয়েছে- তারাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ!

[বিহারুল আনওয়ার, খন্ড- ৫২, পৃষ্ঠা- ১২২]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁর শেষ হুজ্জাত ইমাম মাহদী (আ.)-এর জহুর ত্বরান্বিত করুক এবং আমাদেরকে ইমামের (আ.ফা.) জন্য অপেক্ষাকারী ও অনুসারী হিসেবে কবুল করুক।

تبصرہ ارسال

You are replying to: .