۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
haldia
মাওলানা মজিদুল ইসলাম শাহ

হাওজা / পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া অঞ্চলের কুমার গ্রামে আরবাঈন উপলক্ষে শোকানুষ্টান সম্পন্ন হল৷

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 'কুমারপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটির" পরিচালনায় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরের সন্নিকটে ভবানীপুর থানার অন্তর্গত কুমার গ্রামে আজ বাদ জোহর আরবাঈন উপলক্ষে শোকানুষ্টান সম্পন্ন হল৷
কারবালার শহীদ সম্রাট হযরত "ইমাম হুসাইন(আ.)-এর শাহাদতের আরবাঈন উপলক্ষে
উক্ত অনুষ্টানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইরানের কোম শহরে অবস্থিত আল মুস্তাফা ইউনির্ভাসিটি'র ছাত্র ও হাউজা নিউজের রির্পোটার জনাব মওলানা মজিদুল ইসলাম সাহেব, কলিকাতায় অবস্থিত বঙ্গবাসী কলেজের প্রাক্তন প্রফেসার জনাব হায়দার হাসান কাজমী সাহেব, 'কলমযোদ্ধা' পুরস্কার প্রাপ্ত কবি ও লেখক জনাব গুলশান সাহেব, হাওড়ার মহাদেবপুর জামা মসজিদের ইমাম মওলানা আবুল হাসান সাহেব এবং কুমারপুর জামা মসজিদের ইমাম মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব৷
সমগ্র অনুষ্টান পরিচালনায় ছিলেন 'সত্যের পথে' পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ৷
পরিশেষে ভবানীপুর থানার সম্মানিত পুলিশের সহযোগিতায় হলদিয়া হাই রোড়ে ছ'কিলোমিটার একটি শোকযাত্রারও আয়োজন করা হয়৷

تبصرہ ارسال

You are replying to: .