হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ২৮ শে সফর আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ (সা.) রেহলাত ও সরদারে জান্নাত, কারীমে আহলে বাইত (আ.) হযরত ইমাম হাসান (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগরের নূরনগরের গুলশানে যাহরা (সাআ.) ইমাম বাড়ীতে শোক মজলিসের আয়োজন করা হয়েছে। এই শোক অনুষ্ঠানে অন্তত ১৫০ জন মুমিন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব সাজেদুল ইসাম খান সাহেব। উক্ত শোক মজলিসের সার্বিক তত্বাবধান করেছেন গুলশানে যাহরা (সাআ.) ইমাম বাড়ী কর্তৃপক্ষ!