হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনের নির্যাতিত জনগণের সমর্থনে বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভ- সমাবেশ ও ক্রমাগত বৃদ্ধি পাওয়া আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে তিনি অপরাধী ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ব্যাপারে ওই মন্তব্য করেন।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিহত ৪০ হাজার শিশু নিহতের কথা উল্লেখ করে বলেন, ইহুদিবাদী জল্লাদদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে গণবিক্ষোভ দেখা দিয়েছে তা থেকে বোঝা যায় ইসরায়েল পতনের মুখে রয়েছে। বরং বলা ভালো এই অবৈধ সরকার নিশ্চিহ্ন হবার পথে রয়েছে।
তেহরানের জুমার খতিব বলেন, ইহুদিবাদী সরকার বর্তমান বিশ্বের দৃশ্যপট থেকে উধাও হওয়া উচিত। তিনি আরও বলেন, গাজায় যে অপরাধ সংঘটিত হচ্ছে- তা প্রমাণ করে যে ইহুদিবাদী ইসরায়েল একটি হত্যাকারী, দুর্নীতিবাজ, যুদ্ধবাজ এবং রক্তপিপাসু অবৈধ সরকার।