۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
মুমিন ব্যক্তির বিপদে এগিয়ে আসার গুরুত্ব ও ফযিলত
মুমিন ব্যক্তির বিপদে এগিয়ে আসার গুরুত্ব ও ফযিলত

হাওজা / মুমিন ব্যক্তির বিপদে এগিয়ে আসার গুরুত্ব ও ফযিলত সম্পর্কে ইমাম হুসাইন (আ.) এর বাণী।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মুমিন ব্যক্তির বিপদে এগিয়ে আসার গুরুত্ব ও ফযিলত

ইমাম হোসাইন (আ.) বলেছেন,
مَنْ نَفَّسَ کرْبَةَ مُؤْمِن فَرَّجَ اللهُ عَنْهُ کرْبَ الدُّنْیا وَ الاْخِرَةِ.

যে কেউ কোনো মুমিন ব্যক্তির সমস্যা সমাধান করে দিবে, মহান আল্লাহ তায়ালা তার দুনিয়া ও আখেরাতের সমস্যা ও সংকট সমূহকে দূর করে দিবেন৷

[বিহারুল আনওয়ার: খন্ড- ৭৫, পৃষ্ঠা- ১২২]

تبصرہ ارسال

You are replying to: .